সাব্বির আহমেদ, রাণীশংকৈল প্রতিনিধি
ইএসডিও প্রেমদীপ প্রকল্পের আয়োজনে হেক্স ইপারের সহযোগিতায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সাথে আদিবাসী ও দলিতদের জন্য সেচ, সুপেয় পানি ও বনায়ন বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার দুপুরে ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাজেশন (ইএসডিও) এর সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত হয়ে বক্তব্য রাখেন বরেন্দ্র বহুমুখী উন্নয়নের সহকারী প্রকৌশলী মোঃ খায়রুল আলম, হোসেনগাঁও ইউপি চেয়ারম্যান মোঃ মাহাবুব আলম, টেকনিক্যাল ম্যানেজার এডভোকেসী ইএসডিও প্রেমদীপ প্রকল্প এর মোঃ আসিফ খান সুজন এবং আদিবাসী নেতা খোকা মূর্মু, রবিনটুডু, নিমাই হেমব্রম প্রমুখ। এসময় হোসেনগাঁও ইউনিয়নের হাটগাঁও ও পুলপাহার কমিউনিটির নলকূপ নং ২৪, নলকূপ নং ৩৭ এর অধীনে আদিবাসী জনগোষ্ঠীর জন্য সেচ, নালা বর্ধিত এবং বনায়ন বিষয়ে আলোচনা হয়। সভায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্র্র্তৃপক্ষের সহকারী প্রকৌশলী ২০২০-২০২১ অর্থ বছরের নতুন প্রকল্পের মাধ্যমে সেচ নালা বর্ধিত করার জন্য আশ^াস দেন। সভা সঞ্চালনা করেন ইএসডিও প্রেমদীপ প্রকল্প উপজেলা ম্যানেজার মোঃ খায়রুল আলম।