পাবনা প্রতিনিধি
পাবনার সুজানগরে ৩২ প্রহর ব্যাপি হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান শুরু হয়েছে। গত শুক্রবার সন্ধ্যা রাতে উপজেলার হেমরাজপুর-নিশ্চিন্তপুর বারোয়ারি শিব মন্দিরের উদ্যোগে মন্দির চত্বরে ওই মহানাম যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়। ওই মহানাম যজ্ঞানুষ্ঠান আয়োজন কমিটির উপদেষ্টা এডঃ মনোতোষ কুমার দত্ত জানান, ৩২ প্রহর ব্যাপি ওই উৎসবে নামসুধা ও শ্রী শ্রী লীলা কীর্তনসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে পাবনা, সিরাজগঞ্জ, রাজবাড়ী এবং বগুড়াসহ দেশের বিভিন্ন জেলার ধর্মীয় দল নামসুধা ও শ্রী শ্রী লীলা কীর্তন পরিবেশন করছেন। উপজেলার শত শত ধর্মপ্রাণ হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষ ওই মহানাম যজ্ঞানুষ্ঠানে অংশ নিয়ে ইহকাল ও পরকালের কল্যাণ এবং মঙ্গল কামনা করছেন বলে ওই শিব মন্দির কমিটির সভাপতি রঘুনাথ হালদার জানান।