নিজস্ব প্রতিবেদক
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী শনিবার দুপুরে কক্সবাজারের উখিয়ায় বিজিবির ব্যাটালিয়নের উদ্বোধন শেষে সাংবাদিকদের বললেন, বাংলাদেশের সীমান্তে নিরাপত্তা নিয়ে আশঙ্কার কোনো কারণ নেই। বিগত কয়েক বছরে মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতের জেরে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে স্পর্শকাতরতা বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় সীমান্তে একটি ব্যাটালিয়ন স্থাপন সময়ের দাবি ছিল। এরই পরিপ্রেক্ষিতে সীমান্তে নজরদারি ও তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে কক্সবাজারের উখিয়ায় বিজিবি ব্যাটালিয়ন প্রতিষ্ঠা করা হলো।
জাহাঙ্গীর আলম চৌধুরী আরও যোগ করে বলেন, বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত নিরাপদ রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থাই নেবে সরকার। নতুন ব্যাটেলিয়ন গঠন করা হয়েছে। প্রয়োজনে আরও ব্যাটালিয়ন গঠন করা হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সম্প্রতি কক্সবাজারে অপহরণের প্রবণতা অনেক বেশি। দেশে ১২ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেয়া হয়েছে। রোহিঙ্গাদের অনেকে অপহরণসহ বিভিন্ন অপকর্মে জড়িত। রোহিঙ্গাদের যত দ্রুত নিজ দেশে ফেরত পাঠানো যাবে ততই আমাদের জন্য মঙ্গল। তারাই সমস্যা বৃদ্ধি করছে। তাদের যত তাড়াতাড়ি সম্ভব ফেরত পাঠানোর চেষ্টা করছে সরকার।
সভায় সাংবাদিকদের এক প্রশ্নের পরিপ্রেক্ষিতে বিতর্কিত ভূমিকার কারণে কক্সবাজারের চকরিয়া থানার ওসি মনজুর কাদের ভূঁইয়াকে আজকের মধ্যেই প্রত্যাহারের আদেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
এসময় বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী সীমান্ত রক্ষায় নবগঠিত ব্যাটালিয়নসহ বিজিবির প্রতিটি সদস্যকে দৃঢ় প্রত্যয়ে কাজ করে যাবার আহ্বান জানান।
বাংলাদেশিরা অন্য সীমান্তে অনুপ্রবেশ না করা পর্যন্ত নিরাপদ। সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনাই বিজিবির অন্যতম লক্ষ্য।
অন্য দেশের সীমান্তরক্ষীদের আইন মানার হুঁশিয়ারি দিয়ে বিজিবি মহাপরিচালক বলেন, আইন না মানলে আমাদের দেশে অনুপ্রবেশকারীদের ব্যাপারেও আমরা কঠোর হবো।
মিয়ানমারের অস্থিরতার প্রভাব যাতে দেশে না পড়ে সেলক্ষ্যেই নতুন এই ব্যাটালিয়ন কাজ করবে বলেও জানান বিজিবি মহাপরিচালক।