সিলেট প্রতিনিধি
পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের এমপি ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বিশেষ শিশুদের বিশেষ পরিচর্যার যেমন প্রয়োজন তেমন প্রয়োজন সাধারণ শিশুদের সঙ্গে তাদের সমন্বয় করানো। সিলেট আর্ট অ্যান্ড অটিজম ফাউন্ডেশন আয়োজিত ‘নগর দুর্যোগ সহনশীলতা বিষয়ক শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও চিত্রপ্রদর্শনী’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিশেষ শিশুদের বিশেষ পরিচর্যার কাজটি এখানে হয়েছে। আমি অতি আনেন্দের সাথে বলছি- সাধারণ ও বিশেষ না লেখা থাকলে এই ছবি দেখে বুঝার উপায় নেই কোন ছবি কার। এই ধারাবাহিকতা বজায় থাকুক। সিলেটের জেলা প্রশাসক ও সিলেট আর্ট এন্ড অটিজম ফাউন্ডেশনের সভাপতি এম কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে নগরীর কুমারপাড়া এলাকার শাহ আলম গ্যালারি অব ফাইন আর্টসে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেটের সাবেক জেলা প্রশাসক ও সিলেট আর্ট এন্ড অর্টিজম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা খান মোহাম্মদ বিলাল, ইসলামিক রিলিফের হেড অব প্রোগ্রামস গোলাম মোতাসিম বিল্লাহ, শাহ আলম গ্যালারির প্রতিষ্ঠাতা সদস্য হ্যারল্ড রশীদ, ব্যারিস্টার মোস্তাকীম রাজা চৌধুরী, চিত্রশিল্পী শামসুল বাসিত শেরো ও আলম খান মুক্তি।