এনামুল ইসলাম : সিলেট নগরের শাহপরান এলাকার আলোচিত ভূমি জালিয়াত সেলিম আহমদকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। দুদকের তদন্তে জালিয়াতি প্রমাণিত হয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর গত মঙ্গলবার সিলেট মহানগর আদালতে গিয়ে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানো হয়। তার কারান্তরীণ হওয়ার খবরে শাহপরান এলাকায় স্বস্তি ফিরেছে। গ্রেপ্তারকৃত সেলিম আহমদ শাহপরান এলাকার লালখাটঙ্গী গ্রামের সিরাজ মিয়ার ছেলে।
শাহপরান এলাকার লালখাটঙ্গী ও ধনুকান্দি গ্রামের মধ্যখানে থাকা লন্ডন প্রবাসী বীর মুক্তিযোদ্ধা সাদ উদ্দিন আহমদসহ তার ভাইদের সাড়ে ১৮ শতক ভূমি নামজারীর মাধ্যমে জালিয়াতি করে বিক্রি করে দেন সেলিম আহমদ। এ নিয়ে ২০২০ সালের আগস্ট মাসে সিলেটের মহানগর দায়রা জজ স্পেশাল আদালতে মামলা দায়ের করেন সাদ উদ্দিন আহমদের ভাই আলতাফ হোসেন লোকমান। আদালত মামলাটি আমলে নিয়ে দুর্নীতি দমন কমিশনের কাছে তদন্তের জন্য পাঠান।
সিলেট দুদকের সহকারী পরিচালক আশরাফ উদ্দিন গত ১৩ই মার্চ আদালতে আলোচিত ভূমি জালিয়াত সেলিম আহমদসহ ৭ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। চার্জশিটভুক্ত অন্য আসামিরা হচ্ছেন- মোগলাবাজার থানার শারপি গ্রামের আব্দুস সুবহানের ছেলে মো. আফরোজ মিয়া ও মো. জিতু মিয়া, সদর ভূমি অফিসের তৎকালীন জারিকারক মো. শমসের আলী, বহর ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা মো. রোকন আহমদ, মো. শামসুল আলম, সদর ভূমি অফিসের কানুনগো মলয় কর।
মামলার এজাহারের সত্যতা পেয়ে চার্জশিটে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেছেন ভূমির একই দাগের অপর অংশের মালিক মরহুম আব্দুস সুবহানকে জীবিত দেখিয়ে জালিয়াতির মাধ্যমে ভূমির নামজারী করে। ভূমির প্রকৃত মালিক বীর মুক্তিযোদ্ধা সাদ উদ্দিন আহমদ ও তার ভাই-বোনেরা। জালিয়াতির ঘটনার সত্যতা পাওয়ায় আদালতে চার ভূমি কর্মকর্তাসহ ৭ জনকে দোষী সাব্যস্ত করা হয়।
বাদি আলতাফ হোসেন লোকমান পক্ষের আইনজীবী আব্দুস শহীদ জানিয়েছেন, চার্জশিট দাখিলের পর ৭ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন আদালত। গত মঙ্গলবার সেলিম আহমদ আদালতে এসে আত্মসমর্পণ করলে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেওয়া হয়। অপর ৬ আসামি পলাতক রয়েছেন।