বিনোদন ডেস্ক
সবার আগে বিপিএল থেকে ছিটকে পড়লো সিলেট স্ট্রাইকার্স। আরিফুল হকের দলকে ৮ উইকেট আর ৪ ওভার হাতে রেখে হারিয়ে রংপুর রাইডার্সের পর দ্বিতীয় দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করলো ফরচুন বরিশাল।
বরিশালের বোলাররাই অর্ধেক কাজ সেরে রেখেছিলেন। তামিম ইকবালের দলের সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র ১১৭ রানের। তাওহিদ হৃদয় (৬) আর ডেভিড মালান (৯) ব্যর্থ হলেও তামিম আর মুশফিক মিলে ৬০ বলে ৮১ রানের অবিচ্ছিন্ন জুটিতে দলকে সহজ জয়ের বন্দরে পৌঁছে দেন।
তামিম ৫১ বলে ৬ বাউন্ডারিতে ৫০ রানে অপরাজিত থাকেন। মুশফিক ৩০ বলে ৪ চার আর ১ ছক্কায় করেন হার না মানা ৪২।
এর আগে দুইদিন বিরতি দিয়ে শুরু হওয়া বিপিএলে আজ সিলেট স্ট্রাইকার্সকে মাত্র ১১৬ রানে গুটিয়ে দিয়েছে বরিশাল।
শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আজ টস জিতে আগে ব্যাটিং নেয় সিলেট। দলীয় ৩৪ রানের মাথায় চার টপঅর্ডার জর্জ মুনসে (৭ বলে ৪), জাকির হাসান (৯ বলে ৯), রনি তালুকদার (৫ বলে ৪) ও কাদিম অ্যালিনে (২ বলে ০) সাজঘরে ফেরত গেলে চাপে পড়ে আরিফুল হকের দল।
বরিশালের বোলারদের তোপের মুখে টিকে থাকার লড়াইটা করেন শুধু আহসান ভাটি। তার ইনিংস থামে ২৯ বলে ২৮ রানে মোহাম্মদ নবির বলে মাহমুদউল্লাহর হাতে ক্যাচ হয়ে। সিলেটের হয়ে এটিই সর্বোচ্চ রানের স্কোর।
এরপর ১৯ বলে ২৪ রান করেন জাকের আলী। জেমস ফুলারের বলে ডানহাতি ব্যাটার ক্যাচ হন নবির হাতে। তানজিম হাসান ১৩ আর আরিফুল হক করেন ১২ রান। বাকিদের কেউ দুই অংশ স্পর্শ করতে পারেননি। এতে ১৮.১ ওভারে অলআউট হয় সিলেট।
বল হাতে বরিশালের হয়ে ৭ রানে ৫ উইকেট শিকার করেন ফাহিম আশরাফ। ২টি করে উইকেট নেন মোহাম্মদ নবি ও জেমস ফুলার।