সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : মুন্সীগঞ্জের সিরাজদিখান প্রেসক্লাবের আয়োজনে দৈনিক আমার দেশ সিরাজদিখান প্রতিনিধি সৈয়দ মাহমুদ হাসান মুকুটের সার্বিক সহযোগিতায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় সিরাজদিখান প্রেসক্লাব প্রাঙ্গণে প্রতিষ্ঠাতা সভাপতি এমদাদুল হক পলাশ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতীব হাফেজ মাওলানা হাবিবুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার বলেন, সাংবাদিকরা হলেন সমাজের আয়না। তিনি বস্তুনিষ্ঠ একনিষ্ঠ ও সত্য সুন্দর সংবাদ প্রকাশের জন্য সবার প্রতি আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম বারী, সিনিয়ার সহকারী পুলিশ সুপার আনম ইমরান খান, সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ শাহেদ আল মামুন, তদন্ত ওসি হাবিবুর রহমান, শেখরনগর তদন্ত কেন্দ্রের ইনচার্জ তাইজুল ইসলাম। এছাড়া আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুজ্জামান পনির, কাজী নজরুল ইসলাম বাবুল, ইমতিয়াজ উদ্দিন বাবুল, মুন্সীগঞ্জ জেলা সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি মোঃ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক এম এ কাইয়ুম মাইজভান্ডারী, মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলমসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।