নিজস্ব প্রতিবেদক
কোরবানির জন্য বিক্রি হবে ৩০ মণ ওজনের রাজ বিক্রমপুরী নামের ফ্রিজিয়ান জাতের একটি গরু। যার মূল্য ধরা হয়েছে ১৫ লাখ টাকা, এর বয়স ৪ বছর। নিয়মিত খাবারে প্রাকৃতিক খাদ্য, কুঁড়া, ভুষি, প্রতিদিন একটি মিষ্টি কুমড়া, ১ কেজি ছোলা, ৩ কেজি মসুরের ডালের ভুষি ও ৩ কেজি খেসারির ডালের ভুষিসহ কাঁচা ঘাস খাওয়ানো হয়। মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের আরমহল গ্রামের শফিকুল ইসলাম পলাশ তার সন্তানদের মত আদর-যত্ন করে গরুটিকে বড় করেছেন। জেলায় কৃষকদের পালিত বড় গরুর মধ্যে এটি অন্যতম। গায়ের রঙ ও সৌন্দর্যের দিক দিয়েও অতুলনীয়। প্রতিদিন অসংখ্য মানুষ গরুটিকে দেখতে যান। পলাশ জানান, তার আদরের রাজ-বিক্রমপুরীকে প্রতিদিন কুঁড়া, ভুষি, একটি মিষ্টি কুমড়া, ১ কেজি ছোলা, ৩ কেজি মসুরের ডালের ভুষি ও ৩ কেজি খেসারির ডালের ভুষিসহ প্রাকৃতিক খাদ্য খাওয়ানো হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাসান আলী এ বিষয়ে জানান, শফিকুল ইসলাম পলাশ একজন উদ্যোক্তা। আমরা তাকে নানা সহযোগিতা ও প্রশিক্ষণ দিয়েছি। আমাদের এখানে আরো অনেক উদ্যোক্তা আছেন। তবে পলাশ তার গরুটিকে প্রাকৃতিক খাবার দিয়ে মোটাতাজা করছেন।