নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের সিরাজদিখানে দ্বিতীয় দফায় ভারী বর্ষণে আলু চাষীদের ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোররাত থেকে অতি বৃষ্টিপাতের কারণে বীজতলা নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে করে চরম শঙ্কায় পড়েছেন এখানকার হাজারো আলুচাষী। তারা জমির পানি নিষ্কাশনের জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। সারাদিনেও বৃষ্টি না কমায় তাদের চেষ্টাও কোনরূপ কাজে আসছে না। এতে করে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হতে পারে আলুচাষীদের। এবারের লক্ষ্যমাত্রা অর্জনেও আশঙ্কা রয়েছে।
সরেজমিনে ঘুরে দেখা যায়, সদ্য রোপণকৃত জমি বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। এতে করে চরমভাবে আর্থিক ক্ষতিগ্রস্ত হতে পারেন এ উপজেলার হাজারো কৃষক। ফলে চলতি অর্থবছরের আলু উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে প্রায় অর্ধেক কৃষিজমিতে আলু রোপণ কাজ শেষ হয়েছিলো। বৃষ্টির কারণে রোপণকৃত আলু ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে কৃষকদের মাঝে।
কৃষকেরা জানান, ধার-দেনা করে আলু রোপণ করতে হয়েছে তাদের। তবে বৃষ্টিতে সব শেষ করে দিচ্ছে। এর আগেও প্রথম দফার বৃষ্টিতে অনেক কৃষক ক্ষতির মুখে পড়েছেন। এবার দ্বিতীয় দফার বৃষ্টিতে হাজার হাজার কৃষক সর্বস্বান্ত হতে পারেন বলেও তারা আশঙ্কা করছেন।
গোড়াপীপাড়া গ্রামের কৃষক আলী আহাম্মদ বলেন, এবার আমি ৮০ শতাংশ জমিতে আলু রোপণ করেছি। এখন বৃষ্টিতে সব আলুর জমি পানির নিচে তলিয়ে গেছে। এতে করে আমার প্রায় ১ লাখ টাকার ক্ষতি হতে পারে। যদি রোপণকৃত বীজ নষ্ট হয়ে যায় তাহলে আবার বীজ কিনে লাগাতে হবে। কিন্তু যেভাবে বীজের দাম দিন দিন বাড়ছে তাতে করে আরও সমস্যায় পড়তে হবে। প্রতি বাক্স আলু ৯ হাজার টাকা ছিলো, এখন ১৩ থেকে ১৪ হাজার টাকা হয়েছে।
নাটেশ্বর গ্রামের কৃষক বাদল মীর বলেন, প্রথম দফার বৃষ্টিতে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। সেটা কাটিয়ে না উঠতেই এখন দ্বিতীয় দফার বৃষ্টিতে আমরা সর্বস্বান্ত হওয়ার দ্বারপ্রান্তে পৌঁছে গেছি। বৃষ্টিতে যে ক্ষতি হয়েছে তা কোনভাবেই পূরণ করা সম্ভব না। তবে আমরা চেষ্টা করছি যাতে জমিতে বৃষ্টির পানি আটকে না থাকে। সেজন্য পানি অপসারণের চেষ্টা চালাচ্ছি।
কৃষক আলী ইসলাম, জুয়েল, শহিদ হাওলাদার, শরীফ বেপারী জানান, কেউ ভোররাতে এসে আলু বীজ তৈরী জমিতে পলিথিন দিয়ে ঢেকেছেন। কিন্তু কানিতে কানিতে জমি ঢাকা সম্ভব না। কেউ সকাল থেকে সেচের ব্যবস্থা করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেছেন। কোন কিছুতেই কাজ হচ্ছে না। সারাদিন বৃষ্টি হচ্ছে। এভাবে বৃষ্টি হলে কিছুতেই জমি রক্ষা করা যাবে না। আমাদের লক্ষ লক্ষ টাকার ক্ষতি হয়ে যাবে।
সিরাজদিখান উপজেলা কৃষি অফিসার আবু সাঈদ শুভ্র জানান, জেলার সিরাজদিখান উপজেলা আলু চাষে অন্যতম। এ বছর এ উপজেলায় লক্ষ্যমাত্রা ছিলো ৯ হাজার হেক্টর জমি। এবার আলুর দাম বেশি থাকায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আবাদের সম্ভাবনা ছিলো। বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় কিছুটা সমস্যা হবে। জমিতে যাতে পানি না জমে থাকে সেজন্য নালা করে পানি অপসারণের পরামর্শ দেন তিনি। ইতোমধ্যে প্রায় অর্ধেক জমিতে আলু রোপণ শেষ হয়েছিলো। তবে যেভাবে ভারি বৃষ্টি হচ্ছে এতে করে আলুর লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। বৃষ্টিতে এ উপজেলার কি পরিমাণ আলুর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে তা এখনো নিরূপণ করা যায়নি।