সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : মুন্সীগঞ্জের সিরাজদিখানে অলআউট অভিযান চালিয়েছে পুলিশ। গতকাল শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার মালখানগর, রশুনিয়া ও কোলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
মুন্সীগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) মোহাম্মদ ফিরোজ কবিরের নেতৃত্বে এই অভিযানে উপস্থিত ছিলেন সিরাজদিখান সার্কেলের সহকারী পুলিশ সুপার এ এন এম ইমরান খান, সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ শাহেদ আল মামুন, পুলিশ পরিদর্শক তদন্ত হাবিবুর রহমানসহ পুলিশ ও ডিবি সদস্যরা।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) মোহাম্মদ ফিরোজ কবির বলেন, মাদকের অপব্যবহার থেকে বিভিন্ন ধরনের অপরাধের সৃষ্টি হয়। সে কারণে চলমান অভিযানের অংশ হিসেবে মাদক ব্যবসায়ী ও মাদকের অপব্যবহারকারী যারা আছে তাদের বিরুদ্ধে অলআউট অভিযান শুরু করেছি। পর্যায়ক্রমে এই অভিযানটি সারা জেলায় অব্যাহত থাকবে।