নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের সিরাজদিখানে নিম্নমানের ইট দিয়ে সংস্কার হচ্ছে এলজিইডির রাস্তা। উপজেলার কোলা ইউনিয়নের কোলা পোস্ট অফিস থেকে কোলা ইউনিয়ন পরিষদ হয়ে শ্রীনগর উপজেলার সিংপাড়া বাজার পর্যন্ত এ রাস্তা সংস্কার হচ্ছে। ৮৬ লক্ষ ৮৪ হাজার ৯শত ৬৩ টাকা ব্যয়ে এ রাস্তার সংস্কারের ঠিকাদারিত্ব প্রতিষ্ঠান কাজী এন্টারপ্রাইজ। কাজ পাওয়ার পর কাজ শুরু করলে প্রথম থেকেই কাজে অনিয়ম শুরু করে ঠিকাদার কাজী কামরুজ্জামান লিপু। একাধিকবার এ অনিয়মের বিষয়ে উপজেলা নির্বাহী প্রকৌশলী রেজাউল ইসলামকে জানানো হলেও তিনি অদৃশ্য কোন কারণে ব্যবস্থা নেননি। পরবর্তীতে গতকাল শনিবার দুপুরে সাংবাদিকদের উপস্থিতিতে এলাকাবাসী কাজে অনিয়ম ও নিম্নমানের ইট থাকায় রাস্তার কাজ বন্ধ করে দেয়। এরপর বিষয়টি উপজেলা নির্বাহী প্রকৌশলী রেজাউল ইসলামের কাছে জানালে তিনি বলেন, ঠিকাদার জেলে আছেন তাই কাজ বন্ধ আমি জানি। আজ কাজ করছে কি না তা আমি জানি না। আগামীকাল আমি গিয়ে দেখবো।
সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তায় হার্ভেস্টের সাথে পুরনো বিটুমিন যুক্ত পাথর দিয়ে একটি স্তর রোলিং করেছে। তার উপরে যে নতুন ইটের কার্পেটিং করার কথা তা করেছে একদম নিম্নমানের ইট দিয়ে। ইটের উপর দিয়ে একটি খালি অটোরিকশা গেলেও সেই ইট ভেঙ্গে যাচ্ছে।
এলাকাবাসীর সাথে কথা বললে তারা জানান, ‘আমরা তো জানি না কোন ইট দেয়ার কথা। তারা কাজ করতাছে আমরা দেখতাছি। কিছু জিগাইলেই কয় কন্টাকটাররে কন। আমাগো কইয়া লাভ নাই’।
ঠিকাদার কাজী কামরুজ্জামান লিপু জেলহাজতে থাকায় বর্তমানে কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারের ভাই মো. তপনের সাথে কথা বললে তিনি বলেন, লিপু ভাই তো জেলে তাই আমি কিছু জানি না। তারপরেও আমি সেখানে যাবো। যদি কোন সমস্যা হয় সেটা আমি সমাধান করে দিবো।
এ বিষয়ে মুন্সীগঞ্জ জেলা এলজিইডি সিনিয়র সহকারী প্রকৌশলী পরিতোষ চন্দ্র দাস বলেন, আমি এখনই উপজেলা নির্বাহী প্রকৌশলীকে বলে দিচ্ছি যেনো তিনি কাজের তদারকি করেন।