নিজস্ব প্রতিবেদক
সরকারী খাল অবৈধভাবে ভরাটের অপরাধে মোঃ জাহাঙ্গীর আলম, আনিস ও মোঃ রুহুল আমিন নামের তিনজনকে ২ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। গত রবিবার সন্ধ্যায় উপজেলার মালখানগর ইউনিয়নের জোড়পুল নামক স্থানে মাটি ভরাটকালে ভ্রাম্যমাণ আদালত এ রায় দেন। আদালতটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাব্বির আহমেদ সাজ্জাদ। এসময় ২টি পাম্প মেশিন ও ২টি ড্রেজার ইঞ্জিন জব্দ করা হয়। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ সাজ্জাদ জানান, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন /১৯৯৫ এর ৬(ঙ) ও স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন /২০০৯ ৫ নং বিধি (৫ম তফসিল) এর ৮৯ ধারায় বিধান মতে ২ লক্ষ ১৫ হাজার টাকা অর্থদন্ড অথবা অনাদায়ে ৩ মাসের কারাদন্ডের আদেশ করা হয়। গতকাল সোমবার জরিমানার টাকা পরিশোধ করে দন্ডপ্রাপ্তরা।