সিরাজগঞ্জ প্রতিনিধি
ছবি দেখে দিনাজপুরের কান্তজীর মন্দির মনে করে অনেকেই ভুল করেন। দেখতে আসলেই অনেকটা কান্তজীর মন্দিরের মতো। এর নাম নবরত্ন মন্দির। অবস্থান সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ার হাটিকুমরুল গ্রামে। দিনাজপুরের বিখ্যাত কান্তজীর মন্দিরের সঙ্গে শুধু স্থাপত্যরূপের মিল নয়, দুটির ইতিহাসের মধ্যেও রয়েছে সম্পর্ক। এ কারণে অনেকেই হাটিকুমরুলের নবরত্ন মন্দিরকে দ্বিতীয় কান্তজীর মন্দির হিসেবে চিহ্নিত করে থাকেন। গবেষকদের মতে, এটিই বাংলাদেশের সবচেয়ে বড় নবরত্ন মন্দির।
প্রত্নতাত্ত্বিকদের মতে, বরেন্দ্র অঞ্চলে তিনটি নবরত্ন মন্দির রয়েছে। এর মধ্যে সবচেয়ে দৃষ্টিনন্দন কান্তজীর মন্দির। সাম্প্রতিক সময়ে প্রত্নতত্ত্ব অধিদপ্তর হাটিকুমরুল নবরত্ন মন্দিরটির সংস্কার করে রূপ ফিরিয়ে এনেছে। তবে রংপুরের বর্ধনকুঠি নবরত্ন মন্দিরটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে।
প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তথ্য মতে, হাটিকুমরুলে অবস্থিত নবরত্ন মন্দিরটি একটি উঁচু বেদির ওপর কাঠামোয় নির্মিত। মন্দিরের প্রতিটি বাহু ১৫.৪ মিটার দীর্ঘ এবং বর্তমানে ১৩.২৫ মিটার উঁচু। তিনতলা এ মন্দিরটি স্থানীয়ভাবে ‘দোলমঞ্চ’ নামে পরিচিত। মন্দিরের ওপরের রত্ন বা চূড়াগুলোর বেশিরভাগই নষ্ট হয়ে গেছে। নিচতলায় রয়েছে দুটি বারান্দাবেষ্টিত একটি গর্ভগৃহ। মন্দিরটি ইট, চুন, সুড়কির মসলা দিয়ে নির্মিত। অতীতে মন্দিরটি সচিত্র পোড়ামাটির ফলক দিয়ে সজ্জিত ছিল। এখনো স্থাপনাটির গায়ে সামান্য কিছু ফলকের চিহ্ন চোখে পড়ে। নবরত্ন মন্দিরের পাশাপাশি আরো তিনটি মন্দির রয়েছে। এ মন্দিরের কোনো শিলালিপি পাওয়া যায়নি। তবে ইতিহাস গ্রন্থের বিবরণ থেকে জানা যায়, বাংলার নবাব মুর্শিদকুলী খাঁর শাসনামলে জনৈক রামনাথ ভাদুড়ী ১৭০৪-১৭২৮ সালের মধ্যে কোনো একসময় এটি নির্মাণ করেছিলেন। রাধারমণ সাহার লিখিত ‘পাবনা জেলার ইতিহাস’ বইয়ে বলা হয়েছে, রামনাথ ভাদুড়ী মুর্শিদাবাদে নায়েব দেওয়ান ছিলেন।
গবেষকদের তথ্য অনুযায়ী, দিনাজপুর অঞ্চলের মহারাজার বকেয়া রাজস্ব আদায়ের ভার রামনাথ ভাদুড়ীর ওপর অর্পিত হয়। রামনাথ দিনাজপুরে উপস্থিত হলে রাজা তাকে মোটা অঙ্কের অর্থ দেন এবং কিছু সময় চেয়ে নিয়ে বিদায় করেন। তখনো দিনাজপুরের কান্তজীর মন্দিরের নির্মাণ কাজ চলছিল। রামনাথ মন্দিরটি দেখে মুগ্ধ হন। রাজার কাছ থেকে পাওয়া অর্থে নিজবাড়িতে অনুরূপ দেবালয় নির্মাণ করার সিদ্ধান্ত নেন তিনি। দিনাজপুর থেকে মজুর ও কারিগর এনে তিনি হাটিকুমরুলের নবরত্ন মন্দিরটি নির্মাণ করেন।
ভিন্ন একটি কিংবদন্তীতে বলা হয়, রামনাথ ভাদুড়ী দিনাজপুরের তৎকালীন মহারাজার বন্ধু ছিলেন। ভাদুড়ী তার বন্ধুকে নবাবের কাছে রাজ্যের রাজস্ব পরিশোধে একবার সাহায্য করেছিলেন। বিনিময়ে রাজা দিনাজপুরের কান্তজীর মন্দিরের আদলে সিরাজগঞ্জের মন্দিরটি গড়ে দেন।
প্রতিষ্ঠাকাল থেকে মন্দিরটিতে স্থায়ী কোনো দেবদেবীর বিগ্রহ স্থাপিত হয়নি। তবে দোল উৎসবে রাধাকৃষ্ণ ও গোপাল বিগ্রহ তৈরি করে পূজা-অর্চনা করা হতো। হাজারো ভক্তের পদচারণায় মুখরিত হয়ে উঠত মন্দির প্রাঙ্গণ। নবাবি আমলের পতনের সঙ্গে সঙ্গে ভাদুড়ী পরিবারেরও ঔজ্জ্বল্য কমতে থাকে। ক্রমান্বয়ে পরিত্যক্ত হয়ে পড়ে মন্দিরটি। গায়ে গজায় বট-পাকড় গাছ। তবে তৎকালীন ব্রিটিশ প্রশাসনিক কর্মকর্তার হস্তক্ষেপে একেবারে ধ্বংস হওয়া থেকে রক্ষা পেয়েছিল এটি।
বাংলাদেশের স্বাধীনতার পর ১৯৭২ সালে মন্দিরটি প্রাচীন পুরাকীর্তি হিসেবে তালিকাভুক্ত হয়। আশির দশকে প্রত্নতত্ত্ব অধিদপ্তর এর সংস্কার করে। ২০০৮ সালে আরেক দফা সংস্কার করে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
প্রত্নতত্ত্ব অধিদপ্তরের রাজশাহী-রংপুর অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত আঞ্চলিক পরিচালক নাহিদ সুলতানা জানান, উন্নয়ন কাজ চলমান রয়েছে। নবরত্ন মন্দিরের কাছে ও আশপাশে আরো তিনটি মন্দির রয়েছে। এরইমধ্যে দোচালা ও এক চূড়া বিশিষ্ট মন্দির দু’টি সংস্কার করা হয়েছে। শিব মন্দিরটির রাসায়নিক পরীক্ষার কাজ হয়েছে। এখানে সীমানা প্রাচীর করা প্রয়োজন। এজন্য আরো কিছু জমি অধিগ্রহণ করা দরকার।