সিরাজগঞ্জ প্রতিনিধি
র্যাব-১২ অভিযান চালিয়ে সিরাজগঞ্জের সলঙ্গা থেকে ৪ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃতদের মধ্যে ২২ বছর বয়সী একজন তরুণীও রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে র্যাব-১২ জানায়, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেযাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি ও মাদক ব্যবসায়ী গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় গত সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন ভূইয়াগাতী বাসস্ট্যান্ড মোড়স্থ অগ্রণী ব্যাংকের সামনে পাকা রাস্তার উপর এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ নারীসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃতরা হলেন- মো. আজগার আলী (৩৫), মো. আঃ মজিদ (৩৯), ৩) মো. এনামুল হক (২৩) ও মোছা. কলি আক্তার (২২)। আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়ের করার পর উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। এ ধরনের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র্যাব-১২ বদ্ধপরিকর।