সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের কালিয়া হরিপুর ইউনিয়নের বনবাড়িয়া কাদাই গ্রামে শহরের কোলাহলমুক্ত প্রাকৃতিক পরিবেশের ছোঁয়ায় নির্মিত হয়েছে বিনোদনপ্রেমীদের জন্যে স্বপ্নময় পার্ক “আনন্দ বিলাস”। পরিবার-পরিজন নিয়ে ঘোরাফেরা বা আড্ডা দেবার মত পরিচ্ছন্ন জায়গা আনন্দ বিলাস। আনন্দ বিলাস পার্কে রয়েছে সুইমিংপুল, মিনি চিড়িয়াখানা, জীবন্ত হরিণসহ মনোরম পরিবেশে ক্যাফে আড্ডা জমানোর মত নিরিবিলি পরিবেশ। শিশুদের বিনোদনের জন্য রয়েছে কৃত্রিম ডাইনোসর, বাঘ, সিংহ, রাজহাঁস, ময়ূর, পেঙ্গুইন ছাড়াও খেলাধুলার জন্য রয়েছে বিভিন্ন রকমের রাইড। সিরাজগঞ্জের একমাত্র সুইমিংপুল এই আনন্দ বিলাসে অবস্থিত। পর্যাপ্ত নিরাপত্তায় সকল বয়সের নারী-পুরুষ ও শিশুদের সাঁতার কাটা বা সাঁতার শেখার মত নিরাপদ স্থান আনন্দ বিলাস।
আনন্দ বিলাস পার্কের প্রতিষ্ঠাতা ডাক্তার জুলফিকার রহমান খান বলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার ৯নং কালিয়া হরিপুর ইউনিয়নের বনবাড়িয়া কাদাই গ্রামের সিরাজগঞ্জ কড্ডা সড়ক সংলগ্ন সিলভারডেল পার্কটিই এখন নতুন রূপে আনন্দ বিলাস পার্ক নামে পরিচিত। ১৫ বিঘা জায়গার উপর নির্মাণ করা হয়েছে এই আনন্দ বিলাস। পরিবার-পরিজন নিয়ে ঘোরা ও আড্ডা দেবার মত পরিচ্ছন্ন জায়গা আনন্দ বিলাস।