সিরাজগঞ্জ প্রতিনিধি
এবছর সিরাজগঞ্জের বেলকুচিতে সবজি উৎপাদনে লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে। স্বল্প পুঁজিতে অতিরিক্ত মুনাফা পাওয়ার কারণে অন্যান্য ফসলের চেয়ে সবজি চাষে বেশি ঝুঁকছেন কৃষকেরা। এ মৌসুমে নিরাপদ সবজি উৎপাদনের লক্ষ্যে জৈবসারের ব্যবহারকে উৎসাহী করা হয়েছে বলে জানিয়েছে উপজেলা কৃষিবিভাগ।
উপজেলা কৃষি অধিদফতর থেকে জানা যায়, এবছর সবজি উৎপাদনে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৬৭০ হেক্টর। অন্য ফসলের তুলনায় কম খরচে অধিক লাভ পাওয়ার আশায় কৃষকরা ৭২০ হেক্টর জমিতে সবজি চাষাবাদ করছেন। এর মধ্যে ১০ হেক্টর জমিতে নিরাপদ শাকসবজি উৎপাদন করা হচ্ছে। এছাড়াও কৃষকদের সবজি উৎপাদনে উদ্বুদ্ধ করতে উপজেলার ৬টি ইউনিয়নে ৬শ’ জন কৃষককে বিনামূল্যে বীজ দেওয়া হয়েছে। বাড়ির আঙিনায় স্থাপন করা হয়েছে ২৫০টি সবজি বাগান।
সরেজমিনে দেখা যায়, উপজেলার সগুনা, চরজোকনালা, জোকনালা, খামার উল্লাপাড়া, তেয়াশিয়াসহ চরাঞ্চলের বিভিন্ন এলাকায় টমেটো, গাজর, ফুলকপি, বাঁধাকপি, লাউ, শিম, বেগুন, আলু, পালংশাকসহ বিভিন্ন ধরনের সবজি চাষ হয়েছে।
উপজেলার চর জোকনালা গ্রামের কৃষক আলী আহম্মেদ জানান, আমি দেড় শতক জমিতে ফুলকপি, বাঁধাকপি, বেগুন, পালংশাকসহ বিভিন্ন প্রকার সবজি চাষ করেছি। প্রতিদিন বাজারে এসব সবজি বিক্রি করছি। এবছর লাখ দেড়েক টাকার মতো লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে।
তেয়াশিয়া গ্রামের কৃষক খাইরুল ইসলাম বলেন, অন্যান্য ফসল উৎপাদনে খরচ বেশি হয়, সবজিতে খরচ কম, লাভ বেশি। তাই আমি ৯০ শতক জায়গাতে লাউ, কপিসহ বিভিন্ন ধরনের সবজি চাষ করেছি। ফলনও বেশ ভালো হয়েছে। লাউ বিক্রি করে শেষ করেছি। বাজারে দাম ভালো পেয়েছি। এখন কপিসহ অন্যান্য সবজি বিক্রি করছি। তাতে আশা করছি লাখ টাকা লাভ হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা কল্যাণ প্রসাদ পাল জানান, নিরাপদ শাকসবজি চাষাবাদের জন্য আমরা কৃষি অফিস থেকে কৃষকদের সবসময় উদ্বুদ্ধ করে আসছি। বিশেষ করে জৈব সার ব্যবহারের প্রতি জোর দিয়েছি। কেননা জৈব সার ব্যবহার করলে সবজি উৎপাদন বৃদ্ধি হয়, পাশাপাশি রং ভালো হয়। আশা করছি, অদূর ভবিষ্যতে এ এলাকায় নিরাপদ সবজি উৎপাদন করতে পারব।