সিরাজগঞ্জ প্রতিনিধি
গত ৮ জানুয়ারী রবিবার দুপুর ১টায় সিরাজগঞ্জ ভিক্টোরিয়া হাই স্কুলে টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে জঙ্গীবাদ, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ প্রতিরোধ সভা ও শিক্ষার্থীদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ ভিক্টোরিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ সাজেদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শফিউল আলম, সংগঠনের সিরাজগঞ্জ শাখার তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক মেহেদী হাসান মারুফ প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষার্থীরা জঙ্গীবাদ, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, দুর্নীতিকে না বলে লাল কার্ড প্রদর্শন করেন এবং সত্যবাদিতা, দেশপ্রেম ও মানবতাকে সবুজ কার্ড প্রদর্শন করে শপথ নেন। নিয়মিত পড়াশুনা করে নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে, সবসময় সত্য কথা বলতে, কখনও মাদক সেবন না করতে, ছেলেরা ২১ ও মেয়েরা ১৮ বছর বয়সের পূর্বে বিবাহবন্ধনে আবদ্ধ না হতে শিক্ষার্থীদের শপথ করান সংগঠনের সভাপতি কাওসার আলম সোহেল।