সিরাজগঞ্জ প্রতিনিধি
মল্লিকা মহিলা উন্নয়ন সংস্থা (এমএমইউএস) এর উদ্যোগে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) এর সহযোগিতায় প্রতিবন্ধী ও হতদরিদ্রদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিনামূল্যে মাশরুম বীজ ও উৎপাদন উপকরণ বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার সকালে সিরাজগঞ্জ পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এমএমইউএস এর সভানেত্রী উম্মে আয়শার সভাপতিত্বে প্রতিবন্ধী ও হতদরিদ্রদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিনামূল্যে মাশরুম বীজ ও উৎপাদন উপকরণ বিতরণ কাজের প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশুকাতে রাব্বি।
বিতরণ অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মল্লিকা মহিলা উন্নয়ন সংস্থা (এমএমইউএস) এর নির্বাহী পরিচালক শিরিন ফেরদৌসী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা সমবায় কর্মকর্তা মামুন শেখ, সমতা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো. আব্দুল বাতেন ভূইয়া, এমডিপির নির্বাহী পরিচালক মো. আসলাম শেখ, বিজয় মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোছা. পলি খাতুন, মানব উন্নয়ন সংস্থার কো-অর্ডিনেটর মোস্তাফিজুর রহমান প্রমুখ। প্রতিবন্ধী ও হতদরিদ্রদের উদ্দেশ্যে মাশরুম চাষ ও বিপণন বিষয় নিয়ে আলোচনা করেন মল্লিকা মহিলা উন্নয়ন সংস্থা (এমএমইউএস) এর প্রধান উপদেষ্টা মো. আরশাদ হোসেন।