সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার চরাঞ্চলে ঘোড়া সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চরের নাটুয়ারপাড়া হাটে এই ব্যতিক্রমী আয়োজনটির উদ্বোধন করা হয়। সমাবেশে চরাঞ্চলের প্রায় দুই শতাধিক ঘোড়ার মালিক তাদের ঘোড়া ও গাড়ি নিয়ে অংশগ্রহণ করেন। এসময় প্রাণিসম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে চরের জাহাজ খ্যাত ঘোড়াগুলোকে বিনামূল্যে ওষুধসহ চিকিৎসাসেবা দেওয়া হয়।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা গেছে, কাজীপুরের চরাঞ্চলের ছয়টি ইউনিয়নে প্রায় সাড়ে পাঁচ শতাধিক ঘোড়া ও গাড়ি রয়েছে। এগুলোর মাধ্যমেই চরাঞ্চলের সব ধরনের পণ্য পরিবহন করা হয়। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে সমাবশের উদ্বোধন করেন রাজশাহীর বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ড. মো. নজরুল ইসলাম।
নজরুল ইসলাম বলেন, ‘মানুষের যেমন সুস্থতা দরকার, তেমনি মানুষের পরম উপকারী বন্ধু ঘোড়ার সুস্থতার জন্যও কতিপয় নিয়মকানুন মেনে চলা জরুরি। এসব জানতে ও জানাতেই এমন আয়োজন।’ এসময় তিনি চরাঞ্চলের ঘোড়াগুলোকে বিনামূল্যে সব ধরনের চিকিৎসা প্রদানের ঘোষণা দেন।
সমাবেশের সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ কর্মকতা ডা. গৌরাঙ্গ কুমার তালুকদার। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন জেলা প্রাণিসম্পদ দপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান, কাজীপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকতা ডা. মো. দিদারুল ইসলাম, সিরাজগঞ্জ সদর প্রাণিসম্পদ দপ্তরের সার্জন ডা. আশিষ কুমার দেবনাথ এবং নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান চাঁন। এসময় স্থানীয় জনপ্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।