সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে ১৬তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ একে শামসুদ্দিন সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।
“রুপান্তরের অভিযাত্রায় সবার জন্য নিউরোবান্ধব অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গঠন” -এবারে এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ ও নিউরো ডেভলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের সহযোগিতায় জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ তৌহিদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়, জাতীয় সমাজকল্যাণ পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুল মতিন মুক্তা, জেলা প্রতিবন্ধী কর্মকর্তা মোঃ আবুল হাসেম, সিভিল সার্জন প্রতিনিধি ডাক্তার মুরাদ হোসেন, এনডিপির উপ-পরিচালক কাজী মাসুদুজ্জামান প্রমুখ।
অটিজম ও এবারের প্রতিপাদ্যের উপর গুরুত্বারোপ করে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী-পরিচালক মোঃ মতিয়ার রহমান। সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সোহেল রানার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অটিজম অভিভাবক এবং প্রতিবন্ধী বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক নাহিদ সুলতানা, অটিজম রাশেদুল হাসান আবির। এসময় এনডিপির উপ-ব্যবস্থাপক শিপন চন্দ্র নাগ, দ্বীপ সেতু প্রতিনিধি শহিদুল ইসলাম বাবু, এমডিও প্রতিনিধি ইকবাল হোসেন রুবেল, মল্লিকা মহিলা উন্নয়ন সংস্থার প্রতিনিধি মোঃ আরশাদ হোসেন উপস্থিত ছিলেন। এছাড়াও আয়োজিত অনুষ্ঠানে ১২ দিনব্যাপী হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণ-২০২৩ এর সনদপত্র বিতরণ এবং ৫০ দিনব্যাপী অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণ-২০২৩ এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।