সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, এবার সারাদেশে সরিষা চাষের ৮ ভাগের একভাগ সরিষা আবাদ হয়েছে সিরাজগঞ্জে। চলতি মৌসুমে জেলার ৯টি উপজেলায় ৬৩ হাজার ৫শত হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। ২০২১-২২ মৌসুমে জেলায় ৫৪ হাজার ৬শত ৫৫ হেক্টর জমিতে কৃষকেরা সরিষা চাষ করে লাভবান হওয়ায় এ মৌসুমে সরিষা চাষের জমির পরিমাণ বাড়িয়ে দিয়েছে। এবার সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলায় সর্বোচ্চ ২০ হাজার ১শত ২৫ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। সর্বনিম্ন চৌহালী উপজেলায় ২৪শত ৫০ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। সদর উপজেলায় ২ হাজার ৮শত ২০ হেক্টর, কাজীপুরে ১ হাজার ২শত ২৫ হেক্টর, রায়গঞ্জে ৬ হাজার ৭শত ৪৫ হেক্টর, তাড়াশে ৬ হাজার ২০ হেক্টর, শাহজাদপুরে ১৪ হাজার ৫০ হেক্টর, বেলকুচিতে ৭ হাজার ৩শত ২৫ হেক্টর, কামারখন্দে ২ হাজার ৭শত ৪০ হেক্টর জমিতে সরিষা চাষ করা হয়েছে। কৃষকের পছন্দ অনুযায়ী, বিভিন্ন জাতের সরিষার আবাদ হলেও টরি ৭, বারি ১৪, বীনা ৯ এবং বীনা ১৪ জাতের সরিষার আবাদ হয়েছে সবচেয়ে বেশি। এবার ইউরিক অ্যাসিডমুক্ত ক্যলানীয়া জাতের সরিষা চাষ হয়েছে অনেক জায়গায়। যা চাষাবাদে সময় লাগে ৮০ থেকে ৮৫ দিন। যেখানে অন্যান্য জাতের সরিষা চাষাবাদে সময় লাগে প্রায় ১২০ দিনের মতো। কৃষকেরা এ জাতের সরিষা চাষ করে প্রচলিত জাতের তুলনায় প্রায় দেড় থেকে দুইগুণ বেশি আয় করতে পারবেন। এই সরিষার তেল স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। চলতি মৌসুমে সরিষা চাষের প্রণোদনা হিসাবে সিরাজগঞ্জ জেলায় ৩৫ হাজার ২শত জন কৃষকদের মাঝে বিঘা প্রতি এক কেজি বীজ, ২০ কেজি ডিএসপি এবং এক কেজি এমওপি সার প্রদান করেছেন জেলা কৃষিবিভাগ।
সিরাজগঞ্জ সদর উপজেলার খোকসাবাড়ি ইউনিয়নের বানিয়াগাতী গ্রামের কৃষক মোজাম্মেল হোসেন বলেন, এবার আমি তিন বিঘা জমিতে সরিষা আবাদ করেছি। প্রতি বিঘা জমিতে ৭ থেকে ৮ হাজার টাকা খরচ করে প্রায় ৪-৫ মণ করে সরিষা পাবো বলো আশা করছি।
উল্লাপাড়া উপজেলার চলনবিল এলাকার কৃষক মো. বেল্লাল হোসেন ৬ বিঘা জমিতে সরিষা আবার করেছেন। তিনি বলেন, সার্বক্ষণিক পরিচর্যার ফলে সরিষার ফলন ভালো হওয়ায় ২৫-২৬ মণ সরিষা পাওয়ার আশা করছি। কাটা ও মাড়াই করা দিয়ে ৪০-৪৫ হাজার টাকা খরচ হবে। যার বর্তমান বাজারমূল্য ৯০ হাজারের বেশি।
উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়ামিন সুমী বলেন, সারা বাংলাদেশের মধ্যে সিরাজগঞ্জ জেলায় সবচেয়ে বেশি সরিষা আবাদ হয়েছে এবং জেলার মধ্যে আমাদের উপজেলায় সরিষার আবাদ সর্বোচ্চ। আমরা সরিষা আবাদ সম্প্রসারণে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা এবং বিভিন্ন প্রদর্শনী স্থাপনের মাধ্যমে কৃষকদের উদ্বুদ্ধ করেছি। যেহেতু ভোজ্যতেলের উপর আমাদের আমদানির নির্ভরতা কমাতে হবে এজন্য আমরা সরিষার আবাদ যাতে বেশি হয় তার জন্য মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছি।
সিরাজগঞ্জ জেলা কৃষি কর্মকর্তা বাবলু কুমার সূত্রধর বলেন, মাননীয় প্রধানমন্ত্রী এবং কৃষিমন্ত্রীর নির্দেশনা মোতাবেক আগামী ৩ বছরে ভোজ্যতেলের ৪০% বাড়াতে হবে। সেই হিসাবে আমাদের সিরাজগঞ্জ জেলায় গত বছরের চাইতে ৮ হাজার ৮শত ৪৫ হেক্টর জমিতে বেশি সরিষা চাষ হয়েছে। এবার সারাদেশে সরিষা চাষের ৮ ভাগের এক ভাগ সরিষা আবাদ হয়েছে সিরাজগঞ্জে, যা সারা দেশের মধ্যে সর্বোচ্চ সরিষা চাষ সিরাজগঞ্জে হয়েছে। এছাড়াও সরিষার ফলন যেনো আরো ১৫% বৃদ্ধি পায় সেই কারণে সরিষার জমিতে মৌবক্স বসানো হয়েছে। সিরাজগঞ্জ জেলায় ১৫০ জন মৌয়াল মৌবক্স স্থাপন করেছেন। এতে করে মৌমাছিরা ফুলে ফুলে মধু খাবে এবং পরাগায়ণের কাজ করবে। যার ফলশ্রুতিতে সরিষার ফলন ১৫ থেকে২০% বৃদ্ধি পাবে। পাশাপাশি সরিষার জমি থেকে আমরা খাঁটি মধু উৎপাদন করতে পারবো। এ বছর আমাদের সিরাজগঞ্জ জেলায় মধু উৎপাদনের লক্ষ্যমাত্রা ৩শত ৫০ মেট্রিকটন। এখন পর্যন্ত মধু উৎপাদন হয়েছে ৮০ মেট্রিকটন। আমরা আশা করছি বাকি সময়ের মধ্যে আমাদের মধু সংগ্রহের লক্ষ্যমাত্রাও পূরণ হবে।