সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে খাঁচায় মাছচাষ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। যমুনা নদীসহ জেলার সকল অভ্যন্তরীণ সোহালা, বড়াল, ফুলজোড় নদীতে ব্যাপক হারে খাঁচায় মাছচাষ হচ্ছে। এ ধরনের প্রায় দুই হাজারের অধিক খাঁচায় মাছচাষ করা হয়। লাভের পরিমাণ বেশি হওয়ায় এর জনপ্রিয়তা বাড়ছে। খাঁচা পদ্ধতিতে মাছচাষ প্রতি বছর বাড়ছে। কারণ এই পদ্ধতিতে মাছের পোনা খাঁচায় ছাড়ার পর তা খাঁচার মধ্যেই থেকে যায়। খাঁচার বাইরে যাবার সুযোগ নেই। লাভ আশাতীত হওয়ায় এই পদ্ধতিতে মাছচাষীর সংখ্যা প্রতি বছর বাড়ছে। এখন অনেক বেকার যুবক খাঁচায় মাছ চাষ করে স্বাবলম্বী হয়েছে বলে জানা গেছে। তাদের সাফল্যে আরো অনেক বেকার যুবক মৎস্য চাষে আগ্রহী হয়ে উঠেছে বলে স্থানীয় মৎস্য অফিস সূত্রে জানা গেছে।
স্থানীয় মৎস্য অফিস সূত্রে আরো জানা যায়, এ ব্যাপারে তারা খাঁচায় মৎস্য চাষে উদ্বুদ্ধ করাসহ নানা প্রশিক্ষণের ব্যবস্থা করে যাচ্ছে। সিরাজগঞ্জ সদর উপজেলার ধানবাদ্ধি মহল্লার বিশিষ্ট সমাজসেবী ও সাবেক কমিশনার আব্দুস সাত্তার যমুনা নদীতে খাঁচায় মাছচাষ শুরু করেছেন। তিনি জানান, ২৮টি খাঁচায় তিনি তেলাপিয়া, পাঙ্গাশ ও পাবদা মাছের চাষ করেছেন। প্রায় সাড়ে তিন মাস আগে শহীদ শেখ রাসেল স্মৃতি পৌর শিশুপার্ক সংলগ্ন যমুনা নদীতে মাছ চাষ করেছেন। আর ১৫ দিন পরেই খাঁচার মাছ তোলা হবে। তিনি আশা করছেন, যে ফলন হয়েছে তাতে প্রায় ১০ লাখ টাকা লাভ হবে। তিনি বলেন, তার এই সাফল্যে এলাকার অনেক বেকার যুবক খাঁচায় মাছ চাষে আগ্রহী হয়ে উঠেছে। অনেকেই তার কাছে আসছে খাঁচায় মাছ চাষের জন্য পরামর্শ নিতে।
পরামর্শ নিতে আশা আব্দুল হাকিম জানান, প্রায় ৪ মাস ধরে সাত্তার ভাই যমুনা নদীতে মাছ চাষ করছেন। আমি প্রতিদিনই এখানে আসি তারা কিভাবে এই মাছগুলিকে খাওয়ান এবং পরিচর্যা করেন বিষয়গুলি দেখি। এখন মাছগুলি বেশ বড় হয়েছে কিছুদিনের মধ্যেই বিক্রি হবে। তার এই সাফল্য আমাকে মাছ চাষে উদ্বুদ্ধ করেছে। আমি কিছুদিনের মধ্যেই যমুনা নদীতে খাঁচায় মাছচাষ শুরু করবো।