সিরাজগঞ্জ প্রতিনিধি
চলনবিল এলাকা জুড়ে সরিষার ক্ষেত হলুদ ফুলে একাকার হয়ে গেছে। কৃষকরা আশা করছেন এবার বাম্পার ফলনের। এ কারণে কৃষকরা রাতদিন পরিশ্রম করে যাচ্ছে। কৃষকের পাশাপাশি বসে নেই কৃষি কর্মকর্তারাও। এ বছরে চলনবিলের অঞ্চলে প্রায় ৩০ হাজার হেক্টর জমিতে সরিষার চাষ করা হয়েছে বলে কৃষি অফিস সূত্র জানায়। জানা যায়, এ বছর চলনবিলের অঞ্চলের তাড়াশ, রায়গঞ্জ, শাহজাদপুর, ভাঙ্গুড়া, সিংড়া উপজেলার মাঠে মাঠে সরিষার হলুদ ফুলে ছেয়ে গেছে। অন্য বছরের তুলনায় এ বছর সরিষা আবাদে তেমন কোনো পোকার আক্রমণ না থাকায় কৃষকরা বাম্পার ফলনের আশা করছেন। তুলনামূলক এ বছর সরিষার আবাদ অনেক ভালো হয়েছে। তাছাড়া সময়মত সার-কীটনাশক ব্যবহারের কারণে সরিষার আবাদ করতে কৃষকের কোনো প্রকার বেগ পেতে হচ্ছে না। পোকার আক্রমণ থেকে সরিষা রক্ষা করতে জেলা কৃষি অফিস থেকে আগেই বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল বলে কৃষকরা জানান। তাড়াশ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ লুৎফুন্নাহার লুনা জানিয়েছেন, এ বছর তাড়াশ উপজেলায় ৪ হাজার ৫ শত ৯০ হেক্টর জমিতে সরিষা আবাদ করা হয়েছে। তাড়াশ উপজেলার ভাদাস গ্রামের কৃষক শাহ আলম জানান বলেন, চলনবিলাঞ্চলে দ্রুত বন্যার পানি নেমে যাওয়ার কারণে আগাম সরিষার চাষ করা সম্ভব হয়েছে। তিনি বলেন, একসময় চলনবিলের কৃষকরা শুধু ইরি-বোরো এক ফসলী আবাদ করে হাজার হাজার হেক্টর জমি পতিত রাখত। কালের বিবর্তনের সাথে সাথে এ অঞ্চলের কৃষকদেরও বুদ্ধির বিকাশ ঘটেছে। তারা বিগত দেড় যুগ ধরে ইরি-বোরো, আমন, ভূট্টা, ও সরিষার আবাদে ঝুঁকেছে। গত কয়েক বছর ধরে বন্যার পানি কম ও দ্রুত পানি মাঠ থেকে নেমে যাওয়ার ফলে সরিষার আবাদ করা সম্ভব হচ্ছে বলে ওই কৃষক জানান। তাড়াশ উপজেলায় নওগাঁ ইউনিয়নে চৌপাকিয়া গ্রামের কৃষক শফিকুল ইসলাম তালুকদার জানান, চলতি বছরে তিনি সরিষার আবাদ করেছেন। সময়মত বীজ, সার পাওয়ায় এবং বন্যার পানি যথাসময়ে নেমে যাওয়াতে এ অঞ্চলে ব্যাপকহারে সরিষার আবাদ হয়েছে। তাছাড়া এ বছর সরিষার গাছ যে সুন্দর দেখা যাচ্ছে তাতে ঘনকুয়াশা, খুব বেশি শীত না পড়লে এবং কীট-পতঙ্গের আক্রমন না হলে সরিষার আশাতীত ফলন হবে। ৬৫/৭০ দিনে খুব অল্প পরিশ্রমে সরিষা ঘরে তোলা সম্ভব। তাড়াশ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ লুৎফুন্নাহার লুনা জানান, এ বছর কৃষককে সরিষা চাষে ব্যাপক সচেতন করা হয়েছে। উপজেলার বিভিন্ন গ্রামে মতবিনিময় সভা ও উঠান বৈঠক করেছেন। সরিষা চাষের পদ্ধতি ও পোকার আক্রমন হলে কি করনীয় সে বিষয়ে কৃষকদের সচেতন করেছেন। তাছাড়া কর্মকর্তারা সব সময় মাঠে থেকে কৃষককে সব ধরনের সহযোগিতা করে আসছেন। আবহাওয়া অনুকূলে থাকলে সরিষার বাম্পার ফলন হতে পারে বলে তা আশাবাদ ব্যক্ত করেন।