রফিকুল ইসলাম,সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের কামারখন্দে কৃষিতে সাফল্য খুঁজে পেয়েছেন মধ্য ভদ্রঘাটের তিন যুবক ওমর ফারুক, সাদ্দাম ও শাহাদত। লেখাপড়ার পাশপাশি প্রথমবারের মতো কাশ্মীরী কুলচাষে দারুণ সাফল্য অর্জন করেছে তারা। সরেজমিনে গিয়ে দেখা যায়, সারাবাগান যেন এখন সবুজ আর লাল রঙে ছেয়ে গেছে। মধ্য ভদ্রঘাট এলাকায় কয়েক বিঘা জমিতে গড়ে তোলা তাদের কৃষি খামারে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তারা। গত বছরে উপজেলা কৃষি অফিসের পরামর্শে সিরাজগঞ্জ খোকশাবাড়ি হর্টিকালচারাল সেন্টার থেকে সংগৃহীত কাশ্মীরী কুলের ১শ’টি, মালটার ১শ’টি ও থাই পেয়ারার প্রায় ৬শ’টি চারা নিয়ে তাদের এই খামারের যাত্রা শুরু হয়। বছর হতেই ইতিমধ্যে প্রায় ৫০ হাজার টাকার পেয়ারা বিক্রি করেছেন তারা। এখন বিপ্লব ঘটেছে কাশ্মীরী কুলে। বর্তমানে তার বাগানের কুল প্রতি মণ বিক্রি হচ্ছে ৩ হাজার থেকে ৩ হাজার ২০০ টাকা করে। ১শ’টি গাছে এ বছর প্রায় ২০ মণ কুল ধরেছে। কুল বড়ই বিক্রিও শেষের দিকে। তরুন উদ্যোক্তা ওমর ফারুক জানান, লেখাপড়ার পাশাপাশি পতিত জমিতে মিশ্র ফল বাগান করে আমরা বেশ লাভের মুখ দেখছি। আমাদের প্রত্যেকটি ফল গাছ অনেক সুন্দর হয়েছে। উপজেলা কৃষি অফিস থেকে নানা প্রকার পরামর্শ দিয়ে আমাদের সহায়তা করছে। প্রথম বছরই কাশ্মীরী কুল বিক্রি করে খরচ তুলে কিছুটা লাভের মুখ দেখছি। উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার সাদাত জানান, বছর ব্যাপি ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের আওতায় মিশ্র ফল বাগান প্রদর্শনীর মাধ্যমে তিন যুবক এই কৃষি খামার গড়ে তুলেছেন। আমরা নিয়মিত তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছি এবং নিয়মিত তাদের কৃষি খামার পরিদর্শনের মাধ্যমে বিভিন্ন পরামর্শ দিয়ে আসছি। আসা করছি তারা তাদের এই উদ্যোমী চিন্তা ধারার বিপ্লব ঘটাতে পারবে।