সিরাজগঞ্জ প্রতিনিধি : দার্জিলিংয়ের সাদকি কমলা চাষ করে দেশে প্রথমবারের মতো সফল হয়েছেন সিরাজগঞ্জের কৃষি উদ্যোক্তা মো. শহিদুল ইসলাম। তার এই সফলতা দেখে কমলা চাষে আগ্রহী হচ্ছেন নতুন অনেক উদ্যোক্তা।
স্থানীয় কৃষি কর্মকর্তা জানিয়েছেন, দেশের যেকোন এলাকায় সাদকি জাতের কমলা চাষ করা সম্ভব। আর কমলা চাষে যারা আগ্রহী হবেন তাদের সার্বিক সহযোগিতাও দেয়া হবে।
সিরাজগঞ্জ সদর উপজেলার কড্ডা গ্রামের অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম। ৩ বছর আগে চাকুরি থেকে অবসরের পর পার্শ্ববর্তী তেঁতুলিয়া এলাকায় প্রায় ৫ বিঘা ব্যক্তি মালিকানা জমি লীজ নিয়ে শুরু করেন ড্রাগনসহ বিভিন্ন প্রকারের ফলের চাষ। ড্রাগন ফল চাষ করে সফল হবার পর এবার তিনি শুরু করেছেন কমলার চাষ। কমলা চাষেও তিনি সফল হয়েছেন। তার বাগানের প্রতিটি গাছ এখন কমলায় ভরে আছে।
উদ্যোক্তা শহিদুল ইসলাম জানান, প্রতিটি গাছে আড়াই থেকে ৩শ কমলা ধরেছে। ইতিমধ্যে তিনি কমলা তুলতে শুরু করেছেন। বাজারে খুব চাহিদা থাকায় এবং লাভজনক হওয়ায় আগামীতে তিনি বৃহৎ আকারে চাষ করার পরিকল্পনা করছেন।
সিরাজগঞ্জের মাটি কমলালেবু চাষে তেমন উপযোগী না হলেও শুধুমাত্র ভার্মি কম্পোস্ট ব্যবহারে ভাল ফলন সম্ভব হয়েছে। দেশে ব্যাপকভাবে কমলা চাষ হলে একদিকে যেমন বেকার সমস্যা কমবে, অন্যদিকে আমদানি নির্ভরতা কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।