রফিকুল ইসলাম,সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্পাপাড়ায় চলমান বোরো ধান আবাদ মৌসুমে ‘বঙ্গবন্ধু ১০০’ নামের নতুন জাতের বোরো ধান আবাদ এবং এর প্রদর্শনী প্লট করা হচ্ছে। এটি ধান গবেষণা ইনস্টিটিউট থেকে সর্বশেষ উদ্ভাবিত নতুন জাতের ধান বলে জানা গেছে। উপজেলার সলঙ্গা ইউনিয়নের চক চৌবিলা গ্রামের কৃষক শফিকুল ইসলাম নিজ প্রায় দু’বিঘা জমিতে বঙ্গবন্ধু ১০০ জাতের বোরো ধানের আবাদ করবেন। উপজেলা কৃষি বিভাগ থেকে তাকে এ ধানের পাঁচ কেজি বীজ বিনামূল্যে সহায়তা দেওয়া হয়েছে। এরই মধ্যে বীজতলার চারা লাগানো উপযোগী হয়েছে বলে জানা গেছে।
উপজেলার সলঙ্গা ইউনিয়নের চক চৌবিলা গ্রামের কৃষক শফিকুল ইসলাম জানান, তার নিজ জমিতে মৌসুমকালে বোরো ধানসহ বছরের অন্য সময় বিভিন্ন ফসলের আবাদ করে থাকেন। এবারের চলমান বোরো মৌসুমে তিনি আগ্রহী হয়ে নতুন উদ্ভাবিত বঙ্গবন্ধু ১০০ জাতের বোরো ধান আবাদ করবেন।
কৃষি বিভাগ থেকে দেওয়া ধানে বীজতলা করেছেন। আর ক’দিন পর জমি থেকে সরিষা ফসল তুলেই সে জমিতে এ নতুন জাতের ধানের চারা লাগাবেন। উপজেলা কৃষি বিভাগ থেকে তার বঙ্গবন্ধু ১০০ জাতের ধানের জমি প্রদর্শনী প্লট করা হবে বলে তাকে জানানো হয়েছে।
উপ- সহকারী কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, তার ব্লকের মাত্র একজন কৃষক শফিকুল ইসলামকে বীজতলা করার জন্য নতুন জাতের বঙ্গবন্ধু ১০০ জাতের ধান বীজ বিনামূল্যে দেওয়া হয়েছে। তিনি সে ধানের বীজতলা করেছেন। তিনি যে জমিতে এ ধানের আবাদ করবেন সে জমিতে সরিষা ফসল রয়েছে। আর ক’দিন বাদেই তা তোলা হবে। এর পর সে জমিতে চারা লাগানো হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা সূবর্ণা ইয়াসমিন সুমী বলেন, ‘বঙ্গবন্ধু ১০০’ ধান গবেষণা ইনস্টিটিউট থেকে সর্বশেষ উদ্ভাবিত একটি জাত। তার বিভাগ থেকে এ ধানের বীজতলার সব খোজ খবর নেওয়া হচ্ছে। আর ক’দিন বাদেই চারা লাগানো হবে।