রফিকুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ইচলাদিগর চরপাড়া গ্রামে কালের সাক্ষী হয়ে এখনও দাঁড়িয়ে আছে প্রায় ৩শত বছর আগের ঐতিহ্যবাহী পুরনো বটগাছ। খুব অল্প বয়স থেকেই বটগাছের ঝুরি নামতে শুরু করে। মাটির সমান্তরালে বাড়তে থাকা ডালপালার ঝুরিগুলো একসময় মাটিতে গেঁথে গিয়ে নিজেরাই একেকটা কান্ডে পরিণত হয়। এভাবেই বটগাছ ধীরে ধীরে চারপাশে বাড়তে থাকে এবং একসময় প্রায় ৩ বিঘা জমির উপর মহীরুহে পরিণত হয়।
গাছকে ঘিরে গ্রামাঞ্চলে রয়েছে শত সহস্র বছরের ঐতিহ্য। আর এই ঐতিহ্য বহনকারী একটি বটগাছ রয়েছে আমাদের রায়গঞ্জ উপজেলায়। এ বটগাছের যে বিশাল ব্যাপ্তি তা ডিজিটাল যুগের উন্নত ক্যামেরার ফ্রেমে ধরা সম্ভব নয়। এই বটগাছটার জন্মকথা জানে না এমন লোক বর্তমানকালে রায়গঞ্জ উপজেলায় নেই।
স্থানীয় কয়েকজন প্রবীণ লোকের কাছে বটগাছের জন্ম সম্পর্কে জানতে চাইলে তারা বলেন, আমরা দাদার আমল থেকে দেখে আসছি। আমাদের বাপ-দাদারাও বলতে পারবে না, আর আমরা বলবো কীভাবে?
উষ্ণ আবহাওয়ায় বিশাল আয়তনের এই ছায়া বৃক্ষটি মানুষের অনেক উপকারে আসে। জানা যায়, প্রাচীনকাল থেকেই প্রতি বছর বটবৃক্ষের ছায়ায় ২ দিন ব্যাপি মেলা অনুষ্ঠিত হয়। লোকগানের আসর বসে, নাগর দোলায় ছোট শিশুদের আনন্দের অনুভূতি প্রকাশ পায়, জনসভারও আয়োজন হতো। এক কথায় বলতে গেলে রায়গঞ্জের এই বটগাছটি এখন পর্যটন কেন্দ্র হিসেবে সুনামের সাথে বেশ পরিচিত অর্জন করে নিয়েছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে দর্শনার্থীরা এই বটগাছটি দেখতে ও আনন্দ উপভোগ করতে আসে।