সিটি ব্যাংকের প্রধান ব্যবসা কর্মকর্তা (চিফ বিজনেস অফিসার) হিসেবে নিয়োগ পেয়েছেন শেখ মোহাম্মদ মারুফ। রোববার (২০ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, শেখ মোহাম্মদ মারুফ এখন থেকে ব্যাংকের ব্যবসায়িক প্রধান হিসেবে কাজ করবেন। একই সঙ্গে তদারকি করবেন ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিসসহ ব্যাংকের ব্যবসার প্রবৃদ্ধি।
২০০৭ সালে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে সিটি ব্যাংকে যোগ দেন মোহাম্মদ মারুফ। তখন থেকে তিনি ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ অর্জনে সরাসরি ভূমিকা রাখেন।
এরপর ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে সিটি ব্যাংকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি লাভ করেন তিনি।
এর আগে মারুফ ১৯৯৫ সালে আমেরিকান এক্সপ্রেস ব্যাংক, বাংলাদেশে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন।
মোহাম্মদ মারুফ আইআইডিএফসি ও সিটি ব্যাংকের দুটি সাবসিডিয়ারি প্রতিষ্ঠান ও ভেনচার ক্যাপিটাল পার্টনার বাংলাদেশের পরিচালনা পর্ষদের সদস্য।