বিনোদন ডেস্ক
বলিউডের সুপারস্টার সালমান খান এবং সঞ্জয় দত্ত এবার হলিউডের বড় পর্দায় একসঙ্গে হাজির হতে চলেছেন! বি-টাউনের জনপ্রিয় এই দুই তারকার নতুন গন্তব্য হলিউড -এই খবর রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে সিনেমাপ্রেমীদের মধ্যে।
জানা গেছে, হলিউডের একটি থ্রিলার সিনেমায় বিশেষ চরিত্রে দেখা যাবে সালমান ও সঞ্জয়কে। এটি একটি আন্তর্জাতিক প্রজেক্ট যেখানে তারা ক্যামিও চরিত্রে অভিনয় করবেন। সিনেমাটির কিছু গুরুত্বপূর্ণ দৃশ্য চিত্রায়িত হবে সৌদি আরবে। ইতোমধ্যেই দেশটির আলউলা স্টুডিওজে শুটিং শুরু হয়েছে এবং এটি চলবে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, আমেরিকান থ্রিলার ঘরানার এই ছবিতে বিশেষ দৃশ্যে দেখা যাবে সালমান ও সঞ্জয়কে। তবে কিছু শর্তের কারণে সিনেমার নাম এখনো প্রকাশ করেনি নির্মাতারা। তবে সূত্র বলছে, বিশ্বব্যাপী দর্শকদের আকৃষ্ট করতেই তৈরি করা হচ্ছে এই সিনেমা।
আরও জানা গেছে, সালমান ও সঞ্জয় আন্তর্জাতিকভাবে পরিচিত তারকা। বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলিতে তাদের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। সেই কারণে তাদের জন্য সিনেমায় গুরুত্বপূর্ণ দৃশ্য রাখা হয়েছে, যা দর্শকদের মনে দাগ কাটবে।
আলউলা স্টুডিওজ হলিউড নির্মাতাদের জন্য জনপ্রিয় শুটিং লোকেশন হিসেবে পরিচিত। এর আগে জেরার্ড বাটলারের ‘কান্দাহার’ (২০২৩) সহ বেশ কিছু বড় বাজেটের সিনেমার শুটিং এখানে হয়েছে। সেই ধারাবাহিকতায় সালমান-সঞ্জয়ের এই হলিউড থ্রিলার সিনেমার শুটিংও সৌদিতে হচ্ছে।
জানা গেছে, তিনদিনের শুটিং শুরু করতে সালমান খানের টিম গত রবিবার সকালে রিয়াদে পৌঁছেছে।