সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : সারা বাংলা ৮৮ এসএসসি ব্যাচের মুন্সীগঞ্জ জেলা প্যানেলের পক্ষ থেকে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। বিভিন্ন জেলায় সারা বাংলা ৮৮ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ কর্মসূচির অংশ হিসেবে মুন্সীগঞ্জ জেলা প্যানেল মাসব্যাপী এই কার্যক্রম অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার রাত থেকে গত দুইদিন মুন্সীগঞ্জের সিরাজদিখান মালখানগর চৌরাস্তা বাজার, তালতলা বাজারসহ বিভিন্ন পয়েন্টে নৈশপ্রহরী, অসহায় ও ভারসাম্যহীন এবং ছিন্নমূল মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। বিতরণকালে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্যানেলের কো-অর্ডিনেটর মহসিন দেওয়ান লিটন, উপদেষ্টা কাজী নজরুল ইসলাম বাবুল, সাংবাদিক আলী আহাম্মদ চৌধুরী, সমাজসেবক গোলাম মোস্তফাসহ মালখানগর চৌরাস্তা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ রতন শেখ, তালতলা বাজার বণিক সমিতির সদস্য বাদল মোল্লা প্রমুখ।
উল্লেখ্য, সারা বাংলা ৮৮ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন কাজী মোস্তাক আহমেদ ইমন। ২০২১ সালের সেপ্টেম্বর মাস থেকে এর কার্যক্রম দেশে এবং প্রবাসে বিভিন্ন ইউনিটে অব্যাহত আছে। মুন্সীগঞ্জ প্যানেলের পক্ষ থেকে এবছর তৃতীয়বারের মতো শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।