আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহরে ঔষধের দোকানে অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেট, নেশার এ্যাম্পুল ও নগদ টাকা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গত রোববার সন্ধায় সান্তাহার রেলগেট এলাকায় তাছিন ফার্মেসীতে এই অভিযান চালান। গত রোববার সন্ধ্যায় সান্তাহার সোনারবাংলা মার্কেটের পশ্চিম পাশে তাছিন ফার্মেসী নামক ঔষধের দোকানে অভিযান চালিয়ে এসব নেশার সামগ্রী উদ্ধার করা হয়। এসময় তিন জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- আদমদীঘির পূর্ব ছাতনী গ্রামের এমদাদুল হকের ছেলে আমিনুল হক (৬), সান্তাহার নতুন বাজারের কিনা মন্ডলের ছেলে মেহেদী হাসান (৩২) ও সান্তাহার গ্রামের তৈবুর রহমানের ছেলে মমিন মাহমুদ (১৮)। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক নাজিম উদ্দীন বাদী হয়ে রাতেই আদমদীঘি থানায় একটি মামলা দায়ের করেন। গোপন সংবাদের ভিক্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার উপ-পরিচালক মেহেদী হাসানের নেতৃত্বে সান্তাহার সোনারবাংলা মার্কেটের পাশে তাছিন ফার্মেসীতে অভিযান চালানো হয়। অভিযানে উক্ত ফার্মেসীতে তল্লাশি করে দোকানে লুকানো ১৯৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৩০ পিস নেশার এ্যাম্পুল ও নগদ ৮ হাজার ৯৪৪ টাকা উদ্ধার করা হয়।