আব্বাস উদ্দিন ইকবাল, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়া পুরানগড় ইউনিয়ন ফকিরখীলে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সুবীর চক্রবর্তী (৩৫) নামে একজন ব্যক্তি নিহত হয়েছে। তিনি সাতকানিয়া উপজেলার পুরানগড় ইউনিয়নের ফকিরখীল ৩ নাম্বার ওয়ার্ডের উত্তরপাড়ার মৃত অরুণ চক্রবর্তীর পুত্র। এসময় নিহতের ভাই পল্লী চিকিৎসক প্রবীর চক্রবর্তী (৩৮) আহত হয়েছে। পুরানগড় ইউনিয়নের তিন নাম্বার ওয়ার্ডের ফকিরখীল বাবলুর গোয়াল ঘরের সামনে এই ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহত অবস্থায় দুই ভাইকে উদ্ধার করে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুবীরকে মৃত ঘোষণা করেন এবং প্রবীরকে প্রাথমিক চিকিৎসা দেন। গত শুক্রবার রাতে ভিটা বাড়ির সীমানা বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে বলে জানা যায়।
নিহতের ভাই আহত প্রবীর চক্রবর্তী বলেন, আমি পুরানগড় ইউনিয়নের ১নং ওয়ার্ডের শীলঘাটায় পল্লী চিকিৎসা সেবা প্রদান করি। আমার ভাই সুবীর চক্রবর্তী একই জায়গায় দর্জির কাজ করে। শুক্রবার রাতে আমরা দোকান বন্ধ করে মোটরসাইকেলযোগে বাড়ির পার্শ্ববর্তী চলমান মহোৎসবে যাচ্ছিলাম। মোটরসাইকেলটি ফকিরখীল বাবলুর গোয়াল ঘরের সামনে রেখে পায়ে হেঁটে মহোৎসবের দিকে যাওয়ার সময় দীপক দাসের নির্দেশে পূর্ব থেকে ওৎ পেতে থাকা রূপক দাশ, দীপ্ত দাশ, সুমিত দাশ, অলক দাশসহ আমাদের জায়গা-জমির বিরোধীয় পক্ষের প্রায় ১০/১২ জন লোক হাতে লাঠি, দা ও ছুরি নিয়ে আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে। তাদের ছুরিকাঘাতে আমার ভাই সুবীর নিহত হয়, আমিও আহত হই।
এ খবর শুনে স্বজনদের কান্নায় আকাশ-বাতাস ভারি হয়ে ওঠে। চারদিক থেকে এলাকাবাসী ও আত্মীয়স্বজন ছুটে আসে নিহতের বাড়িতে। স্বজনদের আহাজারি ও প্রতিবেশীদের চোখের পানিতে এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয় পুরানগড় শীলঘাটায়।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। গত শনিবার বিকালে সাতকানিয়া থানায় একটি হত্যা মামলার দায়ের করেছেন নিহতের ভাই প্রবীর চক্রবর্তী। উক্ত মামলায় ৯ জনের নাম উল্লেখ ও দুই-তিনজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। সাতকানিয়া থানার ওসি মোঃ জাহেদুল ইসলাম দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করে তিনজনকে গ্রেফতার করেছে। তারা হলো- ঝুমুর দাস, স্বপ্ন দাস ও অন্তরা দাস। হত্যা মামলায় তিন মহিলাকে গ্রেফতার করে গত শনিবার চট্টগ্রাম আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যান্য আসামীদেরও দ্রুত গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন সাতকানিয়া থানার ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম। জানা যায়, নিহত সুবীর চক্রবর্তী দেড় বছর বয়সী এক কন্যা সন্তানের জনক।