আব্বাস উদ্দিন ইকবাল, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : পবিত্র রমজান মাসে অসহায় ও দুস্থদের পাশে দাঁড়াতে চট্টগ্রাম জেলার সাতাকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের মানবিক সংগঠন সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতিবছরের মতো এবছরও সমাজকল্যাণমূলক এই উদ্যোগটি গ্রহণ করেছে সংগঠনটি। গত সোমবার বিকেলে পশ্চিম গাঠিয়াডেঙ্গা ইসলামিয়া দাখিল মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে আশপাশের সাড়ে ৪ শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে উপহার হিসেবে ইফতার সামগ্রী বিতরণ করে। ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী পরিষদের অন্যতম সদস্য সমাজসেবক মাওলানা জাকারিয়া। সংগঠনের সভাপতি মহিউদ্দিন হিরুর সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মাদ জাকারিয়ার সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন সমাজসেবক জাফর আলম, কার্যকরী সদস্য আব্দুল আজিজ, হাফেজ জাবের আরমান সাদ্দাম, মোঃ সাইফুদ্দিন কাউসার প্রমুখ।
প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি ইফতার সামগ্রী ও পোশাক বিতরণ, সামাজিক উন্নয়ন এবং হতদরিদ্র পরিবারগুলোর সাহায্যার্থে চিকিৎসা, বিবাহে আর্থিক অনুদানসহ নানাবিধ কার্যক্রম পরিচালনা করে আসছে। যা এলাকাবাসীর মধ্যে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।
সংগঠনের সদস্যরা বলেন, এলাকার হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পেরে মহান আল্লাহর কাছে কৃতজ্ঞ। আমাদের লক্ষ্য তাদের সুখে-দুঃখে সর্বদা পাশে থাকা এবং তাদের মুখে হাসি ফোটানো। এই ইফতার সামগ্রী বিতরণ শুধু একটি সাময়িক সাহায্য নয়, বরং এটি আমাদের পক্ষ থেকে মানুষের জন্য উপহার।