আব্বাস উদ্দিন ইকবাল, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রাম জেলা প্রশাসকের নির্দেশনায় গত বুধবার বিকাল ৩টায় নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে সাতকানিয়া উপজেলার কেরানীহাট বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় মূল্যতালিকা প্রদর্শন না করা ও নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে পণ্য বিক্রয় করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় আম্মাজান পাজ্ঞাবি বিতানকে ২৫ হাজার টাকা, রিমেক্স ৬৯ কে ১৫ হাজার টাকা, শৈল্পিককে ১ হাজার টাকা, আরটিক্সকে ৫ হাজার টাকা, সু-বাজারকে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। মোট ৫টি মামলায় সর্বমোট ৯৬ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস। এসময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফারিস্তা করিম, উপজেলা মৎস্য অফিসার জাকিয়া আবেদিন, ছাত্রপ্রতিনিধিসহ ইলেক্ট্রিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। মোবাইল কোর্টে সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ ও আনসার বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।