আব্বাস উদ্দিন ইকবাল, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : ফেসবুকসহ নানা সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ মহসিনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে পুনর্বহালের দাবিতে গত ২৩ ফেব্রুয়ারি বেলা ১১টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে কেরানীহাটে মানববন্ধন করেন এলাকাবাসী।
এসময় এলাকাবাসীর পক্ষ থেকে সাধারণ জনগণ বলেন, গত ৫ আগস্ট পরবর্তী কেঁওচিয়া ইউপি চেয়ারম্যান উত্তর সাতকানিয়া যুবলীগের সাধারণ সম্পাদক ওসমান আলী এলাকা ছাড়লে বিভিন্ন সনদ-ভাতাসহ স্থানীয় সরকার ও গ্রাম আদালতের নানা অধিকার থেকে বঞ্চিত হয় কেঁওচিয়া ইউনিয়নবাসী। এমতাবস্থায় প্যানেল চেয়ারম্যান হিসেবে ইউনিয়নের নাগরিক সেবা নিশ্চিতকরণে উপজেলা প্রশাসন পক্ষ থেকে মহসিনকে দায়িত্ব প্রদান করা হয়। দায়িত্ব পাওয়ার পর থেকে তিনি শতভাগ সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন বলে জানিয়েছে এলাকাবাসী। তার সততা দেখে কিছু কুচক্রী মহল তার বিরুদ্ধে ফেসবুকসহ নানা যোগাযোগ মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও মনগড়া অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আমরা আজকের এই মানববন্ধন থেকে প্রশাসনের কাছে জোর দাবি জানাই, মোঃ মহসিনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে পুনর্বহাল করা হোক।