মাজহারুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর ডিমলায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)এর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ মফস্বল সাংবাদিক (বিএমএসএফ) এর কেন্দ্রীয় কমিটির নির্দেশ মোতাবেক গতকাল সোমবার দুপুরে ডিমলা প্রেসক্লাবে ডিমলা উপজেলায় কাউন্সিলের মাধ্যমে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ডিমলা উপজেলা বিএমএসএফ’র আহ্বায়ক কমিটির সদস্য সরদার ফজলুল হক ও জসিমউদ্দিন নাগর। এতে মোট ২৮টি ভোটের মধ্যে ২৪টি ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন দৈনিক নয়া দিগন্ত পত্রিকার ডিমলা উপজেলা প্রতিনিধি সরদার ফজলুল হক। সাধারন সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দৈনিক জনতা পত্রিকার ডিমলা উপজেলা প্রতিনিধি মহিনুল ইসলাম সুজন ও সাংগঠনিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দৈনিক প্রথম খবরের নুরনবী ইসলাম মানিক নির্বাচিত হয়েছে। এ সময় ডিমলা প্রেসক্লাবের সভাপতি ও ডিমলা উপজেলা বিএমএসএফ’র আহ্বায়ক মাজহারুল ইসলাম লিটন, সদস্য সচিব সহিদুল ইসলাম, ডিমলা প্রেসক্লাবের সহ-সভাপতি ময়েন কবীর, আলতাফ হোসেন চৌধুরীসহ বিএমএসএফ’র সকল সদস্যগণ উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)এর প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক আহমেদ আবু জাফর। তিনি বলেন, ডিমলা উপজেলায় সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও দাবি আদায়ে আগামী ১ বছরের জন্য ২৮ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।