ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের সদরপুর উপজেলার সাড়ে সাতরশি বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ২টি পাটের গুদামসহ ৩টি ঘর আগুনে পুড়ে ভস্মীভূত হয়। অগ্নিকান্ডে প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীরা ধারণা করেন। গতকাল সোমবার ভোররাতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডের খবর পেয়ে সদরপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলে ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আঃ ছালাম খান জানান। তবে আগ্নিকান্ডের সূত্রপাত জানা যায়নি ও ক্ষয়ক্ষতির পরিমান তদন্ত সাপেক্ষে জানা যাবে। ক্ষতিগ্রস্থ পাট ব্যবসায়ী কে.এম. সত্তারের ১ হাজার মন ও ভোলানাথ সাহার ৫শত মন পাট আগুনে পুড়ে যায় বলে তিনি জানান।