নিজস্ব প্রতিবেদক : চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ষষ্ঠ ধাপে দেশের ২২ জেলার ৪২ উপজেলার ২১৮টি ইউপিতে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। এর মধ্যে ২১৬ ইউপিতে ইভিএমে এবং মাত্র দুটি ইউনিয়নে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ চলছে।
ভোটের দিন সকাল সকাল ভোটকেন্দ্রে ভোটারদের আসতে দেখা গেছে। তবে শীতের প্রকোপ বেশি হওয়ায় ভোট শুরুর সময় তেমন ভিড় চোখে পড়েনি। যারা ভোট দিতে আসছেন তাদের বেশিরভাগই নারী ভোটার।
নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় সূত্র জানায়, এই ধাপে নির্বাচনি এলাকা দেশের ২২ জেলার ৪২টি উপজেলা জুড়ে বিস্তৃত। এর মধ্যে ঢাকার আশপাশের দোহার ও নবাবগঞ্জের ২০টি ইউপি রয়েছে।
এই ধাপে চেয়ারম্যান পদে এক হাজার ১৫৯ জন, সাধারণ সদস্য পদে ৭ হাজার ৪৯৮ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ২ হাজার ৪৫৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ইউপি নির্বাচনের অন্যান্য ধাপের মতো ষষ্ঠ ধাপেও বেশকিছু প্রার্থী বিনা ভোটে জয়ী হয়েছেন। তিন পদে ভোটের আগেই জয় পান ১৪৩ জন প্রার্থী। এর মধ্যে চেয়ারম্যান পদে ১২ জন, সাধারণ সদস্য পদে ১০০ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৩১ জন প্রতিদ্বন্দ্বিতা ছাড়া নির্বাচিত হয়েছেন।
এর আগে পঞ্চম ধাপে ১৯৩, চতুর্থ ধাপে ২৯৫, তৃতীয় ধাপে ৫৬৯, দ্বিতীয় ধাপে ৩৬০ ও প্রথম ধাপে ১৩৮ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন।
ইসির ঘোষিত তফসিল অনুসারে ষষ্ঠ ধাপের নির্বাচনে মনোনয়নপত্র জমার শেষ তারিখ ছিল ৩ জানুয়ারি। মনোনয়নপত্র বাছাই হয় ৬ জানুয়ারি। মনোনয়নপত্র চ্যালেঞ্জ করে আপিল করার সময় ছিল ৯ জানুয়ারি পর্যন্ত। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল ১৩ জানুয়ারি। ১৪ জানুয়ারি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়।