তৃতীয়বারের মতো তিন ম্যাচ সিরিজে তৃতীয় ম্যাচ হেরে হোয়াইটওয়াশের সুযোগ হারালো বাংলাদেশ দল। সোমবার বিবর্ণ পারফরম্যান্সে আফগানিস্তানের কাছে ৭ উইকেটের ব্যবধানে হেরেছে তামিম ইকবালের দল। ফলে সিরিজের ট্রফি নিজেদের কাছে রাখলেও, বিশ্বকাপ সুপার লিগের ১০ পয়েন্ট হাতছাড়া হলো তাদের।
গতবছর শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজেও দেখা গিয়েছিল একই দশা। প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত হওয়ার পর শেষ ম্যাচটি হেরেছিল বাংলাদেশ। বছর ঘুরে সেই একই ধরনের সিরিজ ফিরে আশায় চরম হতাশ বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবাল। আফগানদের কাছে হারের পর লুকাননি নিজের হতাশা।
ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তামিম বলেন, ‘আজকে খুবই হতাশ আমি। শ্রীলঙ্কার বিপক্ষেও আমরা একই অবস্থায় ছিলাম। যেখানে প্রথম দুই ম্যাচ জেতার পর আমরা শেষ ম্যাচটি জিততে পারিনি। আজকেও একই অবস্থা হলো। আমি চেয়েছিলাম ভালোভাবে সিরিজটি শেষ করতে।’
টাইগার অধিনায়কের মতে আজকের ম্যাচটিই ছিল সিরিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ সুপার লিগের ১০টি পয়েন্ট পেলে বিশ্বকাপের পথে অনেকটাই এগিয়ে যেতো টাইগাররা। তা না হওয়ায় চূড়ান্ত হতাশ তিনি। ম্যাচে শুরুটা ভালো হলেও মাঝে গিয়ে ছন্দ হারিয়েছে বাংলাদেশ, এমনটাই মনে করেন তামিম।
তিনি বলেছেন, ‘দ্বিতীয় ম্যাচটিতে আমরা দারুণ ক্রিকেট খেলেছি। আজকে আমরা শুরুতে ভালো করেছি। কিন্তু মাঝে গিয়ে ছন্দ হারিয়ে ফেলি। আমার মনে হয়, সিরিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচই ছিল আজকে। আমরা হয়তো সিরিজটি জিতেছি। কিন্তু এখন আর শুধু সিরিজ জেতার বিষয় নয়। মূল বিষয় হলো যত বেশি সম্ভব পয়েন্ট অর্জন করা যায়।’
তামিম আরও যোগ করেন, ‘কোনো অজুহাত দেবো না। আমাদের ব্যাটিংয়ের প্রথম ২০ ওভারে বোলিংয়ে কিছু না কিছু হচ্ছিল। কিন্তু আপনি দেখেন আমরা শুরুর দিকে ১ উইকেটে ১০০ করেছিলাম। তো আমরা কঠোর পরিশ্রম করেছিলাম। কিন্তু যখন উইকেট ভালো হলো, তখন আমরা ছন্দ হারালাম।’