১টি হাসপাতাল ও ২টি ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের শ্রীনগরে বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেছে শ্রীনগর উপজেলা স্বাস্থ্যবিভাগ। এসময় বালাশুরে ১টি হাসপাতালের কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়। গতকাল রবিবার দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শ্রীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তোহা মোহাম্মদ শাকিলের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় বালাশুরে মোল্লা হাসপাতালের কার্যক্রম বন্ধের নির্দেশ দেন। এছাড়া সর্বমোট পাঁচটি হাসপাতালে অভিযান পরিচালনা করা হয়। শিংপাড়া বাজারের গ্রামীণ কল্যাণ স্বাস্থ্য কমপ্লেক্সে ও বালাশুর বাজারের আফিয়া ডায়াগনস্টিক সেন্টারের কাগজপত্র নবায়ন না থাকায় তাদের নির্ধারিত সময়ে কাগজপত্র নবায়নের নির্দেশ দেওয়া হয় অন্যথায় পরবর্তীতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার হুঁশিয়ারি দেন।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. আবু তোহা মোহাম্মদ শাকিল বলেন, স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট প্রতিটি প্রতিষ্ঠানকে অবশ্যই বিধি মেনে পরিচালনা করতে হবে। লাইসেন্সবিহীন একটি প্রতিষ্ঠানও চলতে দেয়া হবে না। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
অপরদিকে সিরাজদিখান উপজেলায় প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় দুটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার দুপুরে উপজেলার ইছাপুরা চৌরাস্তা এলাকায় বিক্রমপুর ডিজিটাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার ও ইছাপুরা জেনারল হাসপাতাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার নামে দুটিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফুল আলম তানভীর। নিবন্ধনসহ প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ডায়াগনস্টিক সেন্টার দুটির সবরকম কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আঞ্জুমান আরা, এসআই মো. মাসুদ মিয়া।
বিক্রমপুর ডিজিটাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারের মালিক মো. শাহিন হোসেন দিদার বলেন, আমি অনুমোদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে আবেদন করেছি। এখনো অনুমোদন হয়নি।
সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফুল আলম তানভীর বলেন, যেসকল অবৈধ ডায়াগনস্টিক সেন্টার রয়েছে সেগুলোকে ভ্রাম্যমাণ আদালতের আওতায় এনে বন্ধ করে দেওয়া হবে। এই অভিযান অব্যাহত থাকবে।