শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : মুন্সীগঞ্জের শ্রীনগরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার দেউলভোগে শ্রীনগর খালে (আড়িয়ল বিল সংযুক্ত) পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারেফ হোসাইন। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সমীর কুমার বসাক, শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তাজুল ইসলাম, উপজেলা সহকারী মৎস্য অফিসার আজিজুল ইসলাম প্রমুখ। জানা গেছে, মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় ২০২৪-২০২৫ অর্থবছরের উপজেলায় ৬টি প্রাতিষ্ঠানিক জলাশয় ও ২টি উন্মুক্ত জলাশয়ে রুই জাতীয় পোনামাছ অবমুক্তকরণ করা হয়।
মৎস্য অফিসার সমীর কুমার বসাক বলেন, এই কর্মসূচির মধ্য দিয়ে বিভিন্ন জলাশয়ে প্রায় সাড়ে ৩০০ কেজি পোনামাছ অবমুক্ত করা হবে।