নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের শ্রীনগরে পদ্মা নদীতে মৎস্য অভিযানে মা ইলিশ ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উপজেলার পদ্মা নদীর ভাগ্যকুল, মান্দ্রা ও ভাগ্যকুল নুরু বয়াতির চরে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সমীর কুমার বসাক এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও প্রায় ১০ কেজি মা ইলিশ জব্দ করা হয়। এসময় উপস্থিত ছিলেন শ্রীনগর থানার এস আই আরিফুল ইসলাম, সহকারী মৎস্য কর্মকর্তা আজিজুল হক, ক্ষেত্র সহকারী সাদিয়া তুজ জোহরা বেগম প্রমুখ। অভিযান চলাকালীন সময় মুন্সীগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা এটিএম তৌফিক মাহমুদ ও লৌহজং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফরিদুল ইসলাম শ্রীনগর টীমের সাথে যোগদান করেন।
সিনিয়র মৎস্য কর্মকর্তা সমীর কুমার বসাক জানান, অভিযানের খবর পেয়ে অসাধু জেলেরা পালিয়ে যায়। এসময় জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। ধৃত ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে। মা ইলিশ রক্ষায় (আগামী ২ নভেম্বর পর্যন্ত) এই অভিযান অব্যাহত থাকবে।