নিজস্ব প্রতিবেদক
শ্রীনগর উপজেলায় শুরু হয়েছে ধানকাটার উৎসব। বৃষ্টি না থাকার কারণে কৃষকেরা অতি আনন্দের সাথে ধানকাটা ও মাড়াই কাজে ব্যস্ত সময় পার করেছেন। উপজেলার প্রায় প্রতিটি ইউনিয়নের জমিতে রোপণকৃত বোরো ধান কেটে ঘরে তুলতে শুরু করেছেন স্থানীয় কৃষকেরা। এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার শান্তনা রানী বলেন, গত বছর ১৪টি ইউনিয়নে ৯ হাজার ৮৬০ হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়েছিল। চলতি মৌসুমে ৯ হাজার ৯শ হেক্টর জমিতে বোরো ধান রোপণ করা হয়েছে। যা গত মৌসুমের চেয়ে ৪০ হাজার হেক্টর বেশী। উপজেলার বিভিন্ন ইউনিয়নের বেশ কয়েকজন কৃষকের সাথে কথা বলে জানা যায়, অনুকূল আবহাওয়া, সঠিক সেচ ব্যবস্থা এবং আগাম ধানের চারা রোপণ করা ও কীটপতঙ্গের আক্রমণ তেমন না থাকায় তারা এ বছর অধিক ভাল ফলন আশা করছে। ধানের ফলন ভালো হওয়ায় ও বর্তমান আবহাওয়া অনুকূলে থাকায় কৃষকেরা আনন্দের সাথে তাদের ধান কাটতে পারছেন। এছাড়া ধান মাড়াইয়ে বোঙ্গা (ধান মাড়াই যন্ত্র) দিয়ে প্রতি ঘন্টায় প্রায় ৫০ থেকে ৬০ মণ ধান মাড়াই করতে পারছেন। ঝড়-বৃষ্টি শুরুর আগেই তারা ধান কাটা ও মাড়াই কাজ শেষ করতে চান। তাই প্রতিটি মুহুর্ত তারা ব্যস্ত সময় পার করছেন।