নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের শ্রীনগরে কৃষি খাস জমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ রহিমা আক্তারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলার ১৪টি ইউনিয়নের ৩৪টি ভূমিহীন পরিবারকে কৃষি খাস জমি ব্যবস্থাপনা বন্দোবস্ত অনুমোদন করা হয়। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কেয়া দেবনাথ, কৃষি কর্মকর্তা সান্তনা রানী দাস, কাননগো জাহাঙ্গীর হোসেন নান্নু, সার্ভেয়ার মোসলেম উদ্দিন, বাড়ৈখালী ইউনিয়ন ভূমি সহকারী সেলিম হোসেন, ষোলঘর ইউনিয়ন ভূমি সহকারী দিদার মোঃ শাহীন, শ্রীনগর সদর ইউনিয়ন ভূমি সহকারী নজরুল ইসলাম, তন্তর ইউনিয়ন ভূমি সহকারী ইমাম হোসেন তালুকদার, বাঘড়া ইউনিয়ন ভূমি সহকারী আল-আমিন, কুকুটিয়া ইউনিয়ন ভূমি সহকারী এস.এম কিবরিয়া, শ্রীনগর ইউপি চেয়ারম্যান হাজী মোখলেছুর রহমান, বাঘড়া ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, বাড়ৈখালী ইউপি চেয়ারম্যান হাজী সেলিম তালুকদার প্রমুখ।