নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ১৪টি ইউনিয়ন থেকে কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ঢেঁকি। ঢেঁকিতে ধান দিয়ে চাল বানানোর সময় গ্রাম্য মেয়েরা নানা ধরনের গান প্রবাদ গাইতেন। মধ্যবয়সী মেয়েরা ঢেঁকিতে গানের তালে তালে পা ফেলতো আর খালা ও চাচীরা সেই গ্রাম্য গানের সাথে সুর মিলিয়ে ঢেঁকির নিচ থেকে চাল সরিয়ে নিতেন। ঐতিহ্যবাহী সেই ঢেঁকি আজ বিলুপ্তির খাতায়।
কথায় বলে ‘ঢেঁকি স্বর্গে গিয়েও ধান ভানে’। পুরাণেও দেবর্ষী নারদের বাহন হিসেবে ঢেঁকির উল্লেখ পাওয়া যায়। আর অকর্মণ্য, অকেঁজো মানুষদের ‘অকম্মার ঢেঁকি’ বলার রেওয়াজ তো রয়েছেই। পাড়া মহল্লা থেকে হারিয়ে যাচ্ছে একসময় ঢেঁকি দিয়ে তৈরি চিড়া ভাঙ্গা, আটা, গম, যব, চালের গুঁড়া, ক্ষীর তৈরির চাল বানানো। সেই ঢেঁকি আজ অসহায় হয়ে পড়েছে ইঞ্জিনচালিত মেশিনে কাছে। কালের পরিবর্তন আর আধুনিকতার ছোঁয়ায় গ্রামবাংলা থেকে বিলীন হয়ে গেছে ঢেঁকি। গ্রাম ঘুরেও দেখা মেলে না ঢেঁকির। আজ হয়তো জাদুঘরে তার স্থান হয়েছে। বর্তমান মানুষের প্রযুক্তি নির্ভরতা এবং কর্মব্যস্ততা বেড়ে যাওয়ায় ঢেঁকির ব্যবহার নেই বললেই চলে। সভ্যতার আধুনিকতার কারনে ইলেক্ট্রনিক্স সরঞ্জামের ফলে গ্রামের চিত্র পাল্টে গেছে। তবে দেশের কিছু কিছু প্রত্যন্ত গ্রামাঞ্চলে এখনো ঢেঁকির দেখা মিলে। গ্রামবাংলায় পৌষ মাসের শেষে নতুন ধানের গন্ধে যখন গ্রাম বিমোহিত হত তখন গ্রাম্য মেয়েরা নতুন চালের পিঠা আর নানা খাবার তৈরিতে ব্যস্ত থাকতো। এখন আর সেই দিন নেই। সব অতীত আর স্মৃতির পাতায়।