নিজস্ব প্রতিবেদক
উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রণোদনা কর্মসূচির আওতায় ১০ জনের একটি টিম তৈরী করে মীর দুলাল হোসেন, হুমায়ুন, শামীম ফকির ও সেকেন্দার মিয়ার তত্ত্বাবধানে রবি মৌসুমে ব্লক প্রদর্শনীর মাধ্যমে হাইব্রিড জাতের বোরো ধানের সমন্বয়ে চাষাবাদ করা হয়েছিল। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কোলাপাড়া সমষপুরে কম্বাইন হারভেস্টারের মাধ্যমে এ ধান কর্তনের কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার। এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ নোমান হোসেন, শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মসিউর রহমান মামুন, উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কেয়া দেবনাথ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, উপজেলা কৃষি অফিসার শান্তনা রানী প্রমুখ।