আগের রাতে হঠাৎ বৃষ্টি এসেছিল। তাও ইলশে গুঁড়ি কিংবা টিপটিপ নয়। একদম ভারি বর্ষণ যাকে বলে। বৃষ্টির তোড় দেখে বোঝার উপায় ছিল না, যে এটা মাঘ মাস।
বৃহস্পতিবার সন্ধ্যায় খুলনা টাইগার্স আর চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ম্যাচের প্রথম অংশে আসা বৃষ্টিতে ৬৪ মিনিট খেলা বন্ধ ছিল। যে কারণে ২০ ওভারের ম্যাচ পরিণত হয়েছিল ১৮ ওভারে।
আজকের সকালটা ঠিকঠাক ছিল। রাজধানীর অনেক জায়গায়ই সোনালি রোদ। কিন্তু আগারগাঁও থেকেই আকাশে মেঘের ঘনঘটা।মিরপুরের আকাশে গুমোট ভাব।
এর মধ্যেও বেলা ১২টার পর ফরচুন বরিশাল আর সিলেট সানরাইজার্স হালকা ওয়ার্মআপ করেছে। স্ট্রেচিং এর পাশাপাশি নকও করেছেন কেউ কেউ। কিন্তু সোয়া ১২টা পার হতেই শুরু বৃষ্টি।
সেই বৃষ্টি চলছে। মিরপুরের উইকেট ও ৩০ গজের আশপাশ পুরো ঘন প্লাস্টিক কভারে ঢেকে দেওয়া হয়েছে। এই অবস্থা থাকলে আজ দুপুর দেড়টায় ফরচুন বরিশাল আর সিলেট সানরাইজার্সের খেলা শুরুর সম্ভাবনা কম। কেননা ম্যাচের আধা ঘণ্টা আগে টস করা সম্ভব হয়নি।