খুলনা প্রতিনিধি : সংস্কারের অভাবে পরিত্যক্ত হয়ে পড়ছে খুলনার শহীদ শেখ আবু নাসের স্টেডিয়াম। নষ্ট হয়ে যাচ্ছে সাইড স্ক্রিন, জায়ান্ট স্ক্রিন, প্রেস বক্স, গ্যালারির চেয়ার, ফ্লাডলাইটসহ দামি সব সরঞ্জামাদি। ২০১৬ সালের ১৫ জানুয়ারি এ স্টেডিয়ামে সর্বশেষ আন্তর্জাতিক টি-২০ ম্যাচ অনুষ্ঠিত হয়। সে ম্যাচে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার ওই ম্যাচের পর ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড হয়ে যায়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধ পরবর্তী সময়ে খুলনা সফরে এসে একটি আন্তর্জাতিকমানের স্টেডিয়াম নির্মাণের ঘোষণা দেন। সেই অনুযায়ী ১৯৭৬ সালে জাতীয় ক্রীড়া পরিষদের অধীনে ১৩ দশমিক ৮৮ একর জমি অধিগ্রহণ করা হয়। এরপর ১৯৮০ সালে শুরু হয় মাটি ভরাটের কাজ। মাটি ভরাট হলেও এখানে স্টেডিয়াম নির্মাণকাজ সম্পন্ন হয় ২০০৪ সালে। শুধুমাত্র ক্রিকেটের জন্য এ স্টেডিয়ামটি নির্মাণ করা হয়। উদ্বোধনের দুই বছরের মাথায় ২০০৬ সালের জানুয়ারিতে স্টেডিয়ামটি আন্তর্জাতিক স্বীকৃতি পায়। এরপর ২০১১ সালে স্টেডিয়ামটি বিশ্বকাপ ক্রিকেটের বিকল্প ভেন্যু হিসেবে তড়িঘড়ি করে প্রেস বক্স, গ্যালারির সংস্কার, জায়ান্ট স্ক্রিনসহ আধুনিকায়ন করা হয়। ২০১২ সালে পায় দেশের সপ্তম টেস্ট ভেন্যুর মর্যাদা। ২০০৪ সাল থেকে এ স্টেডিয়ামে তিনটি টেস্ট, চারটি ওডিআই ও পাঁচটি টি-টুয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
মাঠ সংশ্লিষ্টরা জানান, ২০১৬ সালের ৫ এপ্রিল কালবৈশাখীতে ভেঙে যায় স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিন, সাইড স্ক্রিন, পূর্ব ও পশ্চিম পাশের প্রেস বক্স, ভিআইডি বক্স, গ্যালারিসহ বেশকিছু স্থাপনা। এরপর আর সেগুলোর সংস্কার করা হয়নি। স্টেডিয়ামের দর্শক গ্যালারির চেয়ারগুলো খসে পড়ে গেছে। পরিচর্যা না করায় প্যাভেলিয়নের সেড নষ্ট হয়ে গেছে। প্রেস বক্সের কাঁচ লাগানো হয়নি। ফলে দিন দিন ক্ষতিগ্রস্ত স্টেডিয়াম আরও জরাজীর্ণ হচ্ছে। এসব স্থাপনা মেরামত করার জন্য তখন থেকেই জাতীয় ক্রীড়া পরিষদের দরজায় টোকা দেওয়া হলেও কোন কাজ হয়নি।
সরেজমিনে দেখা গেছে, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গোটা স্টেডিয়াম। ফ্লাডলাইট, ইলেকট্রনিক স্কোর বোর্ড আর জায়ান্ট স্ক্রিন ব্যবহার উপযোগী নেই। প্রয়াত ক্রিকেটার মানজারুল ইসলাম রানার নামে করা স্ট্যান্ডও ভেঙে পড়েছে। তবে এ বিষয়গুলো নিয়ে মুখ খুলতে চান না ভেন্যুর সঙ্গে সংশ্লিষ্টরা।
জাতীয় ক্রীড়া পরিষদ সূত্র জানায়, আবু নাসের স্টেডিয়াম ও খুলনা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সের অধিকতর উন্নয়নের জন্য ২০২৩ সালের ৪ জানুয়ারি ১৩৭ কোটি টাকার একটি প্রকল্প নেয় পরিষদ। পরে মহিলা ক্রীড়া কমপ্লেক্সের জন্য ১৬ কোটি টাকার প্রকল্পটি পৃথক করা হয়। ২০২৩ সালের ১৭ জুলাই প্রকল্পের যাচাই-বাছাই কমিটিতে সিদ্ধান্ত হয় ‘ফিজিবিলিটি স্টাডি’ করার। এজন্য পাঁচ সদস্যের কমিটিও গঠন করা হয়। গত এক বছরে কমিটি তাদের কাজ শেষ করেনি।
শেখ আবু নাসের স্টেডিয়ামের ভেন্যু ইনচার্জ মোস্তাফিজুর রহমান রাসেল বলেন, স্টেডিয়ামটি সংস্কারের জন্য জাতীয় ক্রীড়া পরিষদে অনেকবার লেখালেখি করা হয়েছে। স্টেডিয়ামটি প্রধানমন্ত্রীর চাচার নামে নামকরণ করা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্টেডিয়াম নির্মাণের জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন। এখনও স্টেডিয়ামটি সংস্কার করে এখানে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা সম্ভব।
খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কাজী শামীম আহসান বলেন, স্টেডিয়াম নির্মাণ, এখানে ফ্লাডলাইট স্থাপন করে ডে-নাইট ম্যাচ আয়োজন, স্টেডিয়ামের আধুনিকায়নের জন্য আমরা মিছিল-মানববন্ধন করেছি। সে স্টেডিয়ামের এমন করুণ পরিণতি আমাদের কষ্ট দেয়।