বিনোদন ডেস্ক
প্রথমবারের মতো মা-বাবা হতে যাচ্ছেন কিয়ারা-সিদ্ধার্থ দম্পতি। এ নিয়ে দারুণ খুশি তারা। নিজেদের এই খুশি ভাগ করে নিয়েছেন ভক্ত-অনুরাগীদের সঙ্গে।
জানিয়েছেন, তাদের ঘরে আসছে নতুন অতিথি। কিয়ারা তার ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে, সিদ্ধার্থ ও কিয়ারার হাতের ওপর বাচ্চাদের একজোড়া শুভ্র সাদা মোজা।
পোস্টের ক্যাপশনে লেখা, ‘আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ উপহার আসছে খুব তাড়াতাড়ি।’
পোস্টটি শেয়ার দেওয়ার সঙ্গে সঙ্গে হবু বাবা-মাকে শুভ কামনায় ভাসিয়ে চলেছেন সকলে। আলিয়া ভাট, সবিতা ধুলিপালা, মনীশ মালহোত্রা ভালোবাসার লাল ইমোজি দিয়েছেন মন্তব্যের ঘরে।
অন্যদিকে কারিনা কাপুর লিখেছেন, ‘খুব দ্রুত সেরা সময় আসছে। ঈশ্বর তোমাদের আশীর্বাদ করুন।’
সোনাক্ষী সিনহা মন্তব্য করেছেন, ‘ওহ, কী সুন্দর! তোমাদের অভিনন্দন।’ ক্যাটরিনা কাইফ লিখেছেন, ‘অভিনন্দন’। কৃতি শ্যানন লিখেছেন, ‘অভিনন্দন কি এবং সিড! তোমাদের জন্য অনেক খুশি। ভালোবাসা!’
রাশমিকা মান্দানা লিখেছেন, ‘তোমাদের দু’জনের জন্য শুভ কামনা।’ এছাড়া সিদ্ধার্থের ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমার সহ-অভিনেতা বরুণ ধাওয়ানও অভিনন্দন জানিয়েছেন। এর বাইরে ভক্তদের শুভেচ্ছা-ঝড় তো চলছেই।
উল্লেখ্য, কিয়ারা এবং সিদ্ধার্থ ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হন। রাজস্থানের জয়সলমীরে অনুষ্ঠিত এই দম্পতির বিবাহ ছিল একটি জমকালো বিয়ে, যেখানে করণ জোহর, শহীদ কাপুর, মীরা রাজপুত, মনীশ মালহোত্রাসহ ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।