নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় কার্গো জাহাজের ধাক্কায় ডুবে যাওয়া লঞ্চের দুই যাত্রী মুন্সীগঞ্জের গজারিয়ার স্মৃতি রাণী রাজবংশী (১৭) ও ছোট বোন আরোহী রাণী রাজবংশী (৬) দুই বোন নিখোঁজ হয়। এর মধ্যে গত রোববার রাত ১০টার দিকে ডুবুরী দল বড় বোন স্মৃতি রাণী রাজবংশীর মরদেহ উদ্ধার করে। গতকাল সোমবার এ রিপোর্টটি লেখা পর্যন্ত এখনো নিখোঁজ রয়েছে ছোট বোন আরোহী রাণী রাজবংশী। স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের ইসমানীরচরের জেলেপাড়ার জয়রাম রাজবংশীর কন্যা স্মৃতি রাণী ও তার সহোদর আরোহী রাণী। গেল রোববার নারায়ণগঞ্জে নানা বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার জন্য এমভি আশরাফ উদ্দিন নামের মুন্সীগঞ্জগামী লঞ্চের যাত্রী ছিলেন তারা। লঞ্চটি যখন মাঝনদীর কাছাকাছি, তখন কার্গো জাহাজের ধাক্কায় লঞ্চটি ডুবে যায়। পরে ডুবুরি দল নিখোঁজদের উদ্ধারে কাজ শুরু করে। এর মধ্যে রাত ১০টার দিকে ডুবুরী দল বড় বোন স্মৃতি রাণীকে উদ্ধার করে। এখনো নিখোঁজ ছোট বোন আরোহী রাণী। এদিকে দুই কন্যাকে হারিয়ে বাকরূদ্ধ নিহত কন্যাদের বাবা-মা। নিহত কন্যাদের স্মৃতিচারণ করে বারবার মুর্ছা যাচ্ছেন মা লক্ষী রাণী। পরিবারে স্বজনদের মাঝে চলছে শোকের মাতম। গতকাল সোমবার সকালে নিহতদের বাড়িতে সহমর্মিতা জানাতে যান হোসেন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোহাম্মদ আক্তার হোসেন।
উল্লেখ্য, গত রোববার ২০ মার্চ দুপুরে চর সৈয়দপুরের আল আমিন নগর এলাকায় শতাধিক যাত্রী নিয়ে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় লঞ্চ টার্মিনাল থেকে এমভি আশরাফ উদ্দিন নামে মুন্সীগঞ্জগামী একটি লঞ্চ যাওয়ার সময় এমভি রূপসী-৯ নামের কার্গো ধাক্কা দিয়ে ওই লঞ্চকে ঠেলে অনেক দূর নিয়ে যায়। এতে ওই লঞ্চটি মুহূর্তেই ডুবে যায়।